যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সপ্তাহেও ঝড় তুলছে ‘বরবাদ’

গত ১৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে চলছে শাকিব খানের ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত এই ছবিটি মুক্তির প্রথম সপ্তাহেই সেখানকার বাঙালি অধ্যুষিত এলাকাগুলোতে বেশ সাড়া ফেলে। এমন সাফল্যের মধ্যে দ্বিতীয় সপ্তাহে নতুন কিছু স্টেটে চলছে ‘বরবাদ’, সেখানেও ছবিটি রয়েছে বেশ দাপুটে অবস্থানে।

পরিবেশক এসকে ফিল্মস ইউএসএ-এর সিইও বদরুদ্দোজা সাগর এ তথ্য জানিয়েছেন। বলেন, ‘ওয়াশিংটন ডিসি, লস এঞ্জেলেস, আটলান্টা, ফ্লোরিডা, মায়ামিতে নতুন করে চলছে ‘বরবাদ’। আসলে আমরা যে থিয়েটারগুলোতে দিচ্ছি সবগুলো থেকে প্রত্যাশিত বিজনেস পাচ্ছি, আশা রাখছি আগামীতেও দর্শকদের উপস্থিতি এমনই থাকবে।’

বাংলা সিনেমা নিয়ে আশা প্রকাশ করে তিনি জানান, এর আগে অনেক বাংলা সিনেমা নর্থ আমেরিকায় বহু থিয়েটারে রিলিজ করলেও ব্যবসা হয়নি। এতে করে বাংলা সিনেমার দুর্নাম হয়েছে। বড় বড় সিনেমা চেইনগুলোর ধারণা বাংলা সিনেমাই বক্স অফিস ফ্লপ! কিন্তু ‘বরবাদ’যেখানে চলছে, সবখানে বেশ ভালো চলছে।

শাকিব খান ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন ওপার বাংলার ইধিকা পাল, যীশু সেনগুপ্ত। দেশের বাজারে ছবিটি ব্যাপক সাফল্যের পর আমেরিকার পাশাপাশি কানাডা ও ইতালিতেও ঝড় তুলেছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • প্রেমিকাকে নিয়ে প্রাক্তন স্ত্রীর বাড়িতে গেলেন আমির খান
  • পূর্ণিমা ফিরলেন বিচারক হয়ে
  • কাশ্মীরে হামলা, পোস্ট করে কটাক্ষের শিকার অমিতাভ বচ্চন
  • ডক্টরেট উপাধি ও স্বর্ণপদক পেলেন অভিনেত্রী পায়েল
  • ‘নিশানের ফাঁসি’ চেয়ে সিনেমা হলে মিছিল
  • ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি শিল্পী নিহত
  • ফের সালমানকে প্রাণনাশের হুমকি
  • Copy link
    URL has been copied successfully!