ঈদে ফায়ার ফাইটার হয়ে আসছেন ইরফান সাজ্জাদ

আসন্ন ঈদে চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে ইরফান সাজ্জাদ অভিনীত ‘ফায়ার ফাইটার’। এ টেলিছবিতে একজন ফায়ার ফাইটারের চরিত্রে অভিনয় করেছেন তিনি।এটি পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর।
বেসকারি টেলিভিশনের অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, ঈদের তৃতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে দেখতে পারবেন দর্শকরা।
টেলিছবির পরিচালক বলেন, ‘টেলিছবিতে একজন অগ্নিযোদ্ধা চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। দর্শকের মনে দাগ কাটবে তার অভিনয়।’
ইরফান সাজ্জাদ বলেন, ‘ফায়ার ফাইটার কাজটি অনেক বছর ধরেই আমাদের করার কথা। গল্পটা জুবায়ের ভাইয়েরই। অবশেষে ব্যাটে বলে মিলে যাওয়াতে কাজটা হয়েছে এটা আমার জন্য আনন্দের।’
তিনি যোগ করেন, ‘কাজটা করতে গিয়ে ছয় মাসেরও বেশি সময় পরিশ্রম করেছেন জুবায়ের ভাই। আমিও নিজেকে তৈরি করেছি। এ চরিত্রে অভিনয়ের জন্য আমি ওজন কমিয়েছি। একজন ফায়ার ফাইটার সম্পর্কে বিষদ জানার চেষ্টা করেছি।’
সবশেষে তিনি বলেন, ‘এই টেলিছবিতে দেখা যাবে আগুন নেভানোর ক্ষেত্রে একজন ফায়ার ফাইটার কতটা চ্যালেঞ্জ এবং আত্মত্যাগ নিয়ে কাজ করেন। আমার জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা। বলা যেতে পারে এটাও আমার একটা সিগনেচার ওয়ার্ক হিসেবে বিবেচিত হতে পারে আগামীতে।’
ইরফান সাজ্জাদ ছাড়াও অভিনয় করেছেন ফারিণ খান।
সম্পর্কিত সংবাদ

বিয়ের পাঁচ মাসের মাথায় মা হতে চলেছেন শোভিতা
চলতি বছরের জানুয়ারি মাসে অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন অভিনেতা নাগা চৈতন্য। তাদের নিয়ে বিতর্কবিস্তারিত…

ফলোয়ার্স না বাড়ায় আত্মঘাতী সিদ্ধান্ত কনটেন্ট ক্রিয়েটরের
গত ২৪ এপ্রিল মৃত্যু হয় ভারতের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মিশা আগরওয়ালের। পরের দিন অর্থাৎ ২৫বিস্তারিত…