ঈদে ফায়ার ফাইটার হয়ে আসছেন ইরফান সাজ্জাদ

আসন্ন ঈদে চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে ইরফান সাজ্জাদ অভিনীত ‘ফায়ার ফাইটার’। এ টেলিছবিতে একজন ফায়ার ফাইটারের চরিত্রে অভিনয় করেছেন তিনি।এটি পরিচালনা করেছেন জুবায়ের ইবনে বকর।

বেসকারি টেলিভিশনের অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, ঈদের তৃতীয় দিন দুপুর ২টা ৩০ মিনিটে দেখতে পারবেন দর্শকরা।

টেলিছবির পরিচালক বলেন, ‘টেলিছবিতে একজন অগ্নিযোদ্ধা চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। দর্শকের মনে দাগ কাটবে তার অভিনয়।’

ইরফান সাজ্জাদ বলেন, ‘ফায়ার ফাইটার কাজটি অনেক বছর ধরেই আমাদের করার কথা। গল্পটা জুবায়ের ভাইয়েরই। অবশেষে ব্যাটে বলে মিলে যাওয়াতে কাজটা হয়েছে এটা আমার জন্য আনন্দের।’

তিনি যোগ করেন, ‘কাজটা করতে গিয়ে ছয় মাসেরও বেশি সময় পরিশ্রম করেছেন জুবায়ের ভাই। আমিও নিজেকে তৈরি করেছি। এ চরিত্রে অভিনয়ের জন্য আমি ওজন কমিয়েছি। একজন ফায়ার ফাইটার সম্পর্কে বিষদ জানার চেষ্টা করেছি।’

সবশেষে তিনি বলেন, ‘এই টেলিছবিতে দেখা যাবে আগুন নেভানোর ক্ষেত্রে একজন ফায়ার ফাইটার কতটা চ্যালেঞ্জ এবং আত্মত্যাগ নিয়ে কাজ করেন। আমার জন্য এটা একটা নতুন অভিজ্ঞতা। বলা যেতে পারে এটাও আমার একটা সিগনেচার ওয়ার্ক হিসেবে বিবেচিত হতে পারে আগামীতে।’

ইরফান সাজ্জাদ ছাড়াও অভিনয় করেছেন ফারিণ খান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • বিয়ের পাঁচ মাসের মাথায় মা হতে চলেছেন শোভিতা
  • ফলোয়ার্স না বাড়ায় আত্মঘাতী সিদ্ধান্ত কনটেন্ট ক্রিয়েটরের
  • ফের অভিনয়ে জেফার-প্রীতম
  • প্রেমিকাকে নিয়ে প্রাক্তন স্ত্রীর বাড়িতে গেলেন আমির খান
  • পূর্ণিমা ফিরলেন বিচারক হয়ে
  • যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সপ্তাহেও ঝড় তুলছে ‘বরবাদ’
  • কাশ্মীরে হামলা, পোস্ট করে কটাক্ষের শিকার অমিতাভ বচ্চন
  • ডক্টরেট উপাধি ও স্বর্ণপদক পেলেন অভিনেত্রী পায়েল
  • Copy link
    URL has been copied successfully!