যশোরের খাজুরায় কাভার্ডভ্যান চাপায় একজন নিহত

যশোর প্রতিনিধি :: যশোরের খাজুরায় কাভার্ডভ্যানের চাপায় নুর আলম (৫৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) দুপুরে খাজুরা মনিন্দ্রনাথ মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বাসস্ট্যান্ড-বাজার রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুর আলম সদর উপজেলার ইছালী ইউনিয়নের রামকৃষ্ণ গ্রামের তাহের মোল্যার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে নুর আলম বাড়ি থেকে বাইসাইকেলে করে খাজুরা বাজারে যাচ্ছিলেন। বেলা ১২টার দিকে বিদ্যালয়ের সামনে পৌঁছালে পিছন দিক থেকে আসা ‘আফজাল পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস’ এর একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় কাভার্ডভ্যানের চাকায় নুর আলমের মাথা পিষ্ট হয়ে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ি পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) তাপস আঢ্য বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রথমে নিহতের পরিচয় শনাক্ত করা না গেলেও পরে পরিবারের মাধ্যমে জানা যায়, তিনি ইছালী ইউনিয়নের বাসিন্দা। ঘাতক কাভার্ডভ্যানটি এখনো আটক করা যায়নি। চালক ও হেলপার দুর্ঘটনার পর পালিয়ে গেছে। তবে ঘটনাস্থলের আশেপাশে যানটি কোথাও লুকিয়ে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে পুলিশ তদন্ত ও অভিযান চালাচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ঝিনাইদহে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
  • রামগঞ্জে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে ২ যুবক নিহত
  • ব্রাহ্মণবাড়িয়ায় ২৭৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ৫
  • মাদারীপুরে বাসের ধাক্কায় নবম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
  • চট্টগ্রামে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে ছিটকে পড়ল গাড়ি, নিহত ১
  • কলারোয়া পৌর জামায়াতে ইসলামীর নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত
  • দুই বিভাগে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
  • ট্রাকচাপায় রাজশাহী কলেজের ছাত্র নিহত
  • Copy link
    URL has been copied successfully!