২০০৯-এর রেকর্ড ভেঙে আমিরাতে তাপমাত্রা ৫৪.৪

গতকাল শুক্রবার সংযুক্ত আরব আমিরাতে তাপমাত্রা ৫০.৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে—যা মে মাসে এখন পর্যন্ত রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা। দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনএমসি) জানিয়েছে, ২০০৩ সালে রেকর্ড সংরক্ষণ শুরুর পর থেকে এই প্রথম মে মাসে এমন তীব্র তাপমাত্রা রেকর্ড করা হলো। এর আগে ২০০৯ সালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৫০.২ ডিগ্রি সেলসিয়াস।

বিশ্বের অন্যতম উষ্ণতম এবং মরুভূমি অধ্যুষিত এই উপসাগরীয় রাষ্ট্রে কয়েক সপ্তাহ ধরেই প্রচণ্ড গরম বিরাজ করছে। রাজধানী আবুধাবির একটি এলাকায় রেকর্ড গরম অনুভূত হয়, যেখানে শুক্রবারের নামাজে অংশ নেওয়া মুসল্লিরা অস্বস্তি ও দুর্বলতার অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

২৬ বছর বয়সী এক বাসিন্দা জানান, আবহাওয়া এতটাই গরম ছিল যে সময়মতো মসজিদে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। নামাজ শেষে ঘামে পুরোপুরি ভিজে যাই এবং মনে হচ্ছিল, অজ্ঞান হয়ে যাব।

শুক্রবারের এই প্রচণ্ড তাপমাত্রার সঙ্গে কিছু এলাকায় বাতাসে আর্দ্রতা ৮০ শতাংশে পৌঁছায়, যা পরিস্থিতিকে আরও দুর্বিষহ করে তোলে। এনএমসি বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে—বিশেষ করে রোদ থেকে দূরে থাকা, প্রচুর পানি পান করা, হালকা ও ঢিলে পোশাক পরা এবং সানস্ক্রিন ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

২০২২ সালের একটি গ্রিনপিস গবেষণা অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের ফলে মধ্যপ্রাচ্য বিশ্বে সবচেয়ে দ্রুত উষ্ণ হতে থাকা অঞ্চলগুলোর একটি। সেখানে বলা হয়, এই অঞ্চলের উষ্ণতা বৃদ্ধির হার বৈশ্বিক গড়ের দ্বিগুণ এবং এর ফলে পানি ও খাদ্য সরবরাহ মারাত্মক ঝুঁকিতে রয়েছে।

সংযুক্ত আরব আমিরাত, যেটি ২০২৩ সালে কপ২৮ জলবায়ু সম্মেলনের আয়োজক ছিল, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিলেও সাম্প্রতিক তাপপ্রবাহ প্রমাণ করছে যে বাস্তবতা অনেক বেশি কঠিন এবং তাৎক্ষণিক মোকাবিলার দাবি রাখে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • পাকিস্তানে স্কুল বাসে বোমা হামলায় পাঁচজন নিহত
  • নিজ বাহিনীর গুলিতে প্রাণ হারাল ইসরায়েলি সেনা
  • যুদ্ধ বন্ধে রাজি নেতানিয়াহু, দিলেন যেসব শর্ত
  • নয়াদিল্লিকে সংলাপের প্রস্তাব দিলেন শেহবাজ
  • সরাসরি আলোচনায় বসেছে রাশিয়া-ইউক্রেন
  • অ্যাপলের জিনিস আর ভারতে বানাবেন না: ট্রাম্প
  • চাদে বিমান বিধ্বস্তে প্রাণহানি
  • Copy link
    URL has been copied successfully!