প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না: পরিকল্পনা উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করছেন না বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, প্রধান উপদেষ্টা যাচ্ছেন না, তিনি চলে যাবেন বলেননি, তিনি অবশ্যই থাকছেন। আমাদের অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব, এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না

শনিবার (২৪ মে) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে উপদেষ্টা পরিষদের একটি অনির্ধারিত রুদ্ধদ্বার বৈঠক হয়। এরপর বের হয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

এর আগে, দুপুর ১২টা ২০ মিনিটের দিকে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়। বৈঠকে ১৯ জন উপদেষ্টা উপস্থিত ছিলেন।

একনেক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে পরিকল্পনামন্ত্রী বা উপদেষ্টার ব্রিফ করার দীর্ঘদিনের রীতি ভেঙে এবার ব্রিফ বাতিল করা হয়েছে। একনেক বৈঠক শেষ হওয়ার পরপরই শুরু হয় উপদেষ্টা পরিষদের একটি অনির্ধারিত রুদ্ধদ্বার বৈঠক, যেখানে উপদেষ্টা পরিষদের সদস্য ছাড়া অন্য কাউকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি।

পরিকল্পনা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, আজ একনেক সভা পরবর্তী কোনো ব্রিফ হবে না। তিনি জানান, একনেক সভা শেষ হওয়ার পরপরই একই সভাকক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়েছে এবং একনেক সভার সারসংক্ষেপ পরবর্তীতে ইমেইলের মাধ্যমে পাঠানো হবে।

সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং বিএনপি-এনসিপির মধ্যে চলমান টানাপোড়েনের মধ্যেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা এই রুদ্ধদ্বার বৈঠক করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • দিল্লি থেকে আঁকা হচ্ছে ছক, আরেকটি এক-এগারোর পাঁয়তারা: নাহিদ ইসলাম
  • নির্বাচন পেছানোর ষড়যন্ত্র দেখছেন ফখরুল
  • নিজামীর ফাঁসির রাতেই আ.লীগের ‘মরণযাত্রা’!
  • দেশে ফিরলেন খালেদা জিয়া
  • মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দেশে আসছেন খালেদা জিয়া
  • কুরআন-সুন্নাহবিরোধী নীতি বাস্তবায়ন না করার আহ্বান হেফাজত নেতাদের
  • স্থানীয় নির্বাচন আগে হলে স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠবে: তারেক রহমান
  • Copy link
    URL has been copied successfully!