ব্রাজিল তারকার রিয়াল ছাড়ার গুঞ্জনে নতুন হাওয়া

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে রিয়াল মাদ্রিদে এসে নিজেকে মেলে ধরেন রদ্রিগো গোয়েস। কিন্তু চলতি মৌসুমের শুরুতে কিলিয়ান এমবাপের আগমনের পর তিনি ক্রমাগত স্পটলাইট থেকে দূরে সরে গিয়েছেন। এমবাপে, ভিনিসিয়ুস এবং জ্যুড বেলিংহামের পরই রদ্রিগোকে স্থান পেতে হচ্ছে বলে মনে করা হয়। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোও নতুন মৌসুমের আগে তার রিয়াল ছাড়ার খবর প্রকাশ করেছে। এবার নতুন হাওয়া লেগেছে সেই গুঞ্জনে।

স্প্যানিশ সাংবাদিক অ্যান্তন মিয়েনা ‘কাদেনা সার’কে জানিয়েছেন, আসন্ন দলবদলের বাজারে ভারসাম্য আনতে বড় কাউকে বিক্রি করতে চায় রিয়াল মাদ্রিদ। ক্লাব বিশ্বকাপের আগে তারা স্কোয়াডে নতুন করে শক্তি বাড়ানোয় মরিয়া। জাবি আলোনসোকে ইতোমধ্যে কোচ ঘোষণার পর তারা ডিন হুইজসেন, ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড ও আলভারো ক্যারেরাসকে নেওয়ার খুব নিকটে রিয়াল। তবে ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে ঠিক রাখতে তাদের বড় কাউকে ছেড়ে দেওয়া অপরিহার্য হয়ে উঠেছে।

সেই সূত্র ধরে রদ্রিগোকে ক্লাবটি ছাড়ার গুঞ্জনে জোর লেগেছে। ২৩ বছর বয়সী এই সেলেসাও উইঙ্গারকে পেতে ইংল্যান্ডের একাধিক ক্লাবের আগ্রহের কথা আগেই জানা গিয়েছিল। স্কাই স্পোর্টস জানিয়েছে, রদ্রিগোকে পেতে কিছুটা জোর পদক্ষেপ দেখা যাচ্ছে আর্সেনালের। তবে কেবল গানাররাই নয়, তার জন্য প্রিমিয়ার লিগের অন্তত দুটি ক্লাব প্রস্তুত বলে জানিয়েছেন রদ্রিগোর এজেন্ট। চাহিদামতো প্রস্তাব পেলেই নাকি তাতে সাড়া দেবেন রদ্রিগো ও তার প্রতিনিধিরা। রদ্রিগো তার বাজারমূল্য ঠিক করে রেখেছেন ১০০ মিলিয়ন ইউরোর আশপাশে। তবে ক্লাবগুলো তাকে ৮০ মিলিয়নের ধারেকাছে প্রস্তাব করতে চায়, ওই মূল্যেই আগ্রহী চেলসি।

এদিকে, আর্সেনাল কোচ মিকেল আর্তেতার কাছেও রদ্রিগোকে দলে নেওয়ার প্রসঙ্গে জানতে চাওয়া হয়েছিল। কিছুটা ইঙ্গিতপূর্ণ ভঙ্গিতে সংবাদ সম্মেলনে তার জবাবটা ছিল এমন– ‘শিরোপা জিততে হলে দলবদলের বাজারেও আপনাকে সেরা হতে হবে, তাই নয় কি? যে দলই টাইটেল জেতে, তাদের দলে সেরা ফুটবলাররা থাকে।’

ইনজুরির কারণে এই মৌসুমের বড় একটা সময় গ্যাব্রিয়েল জেসুস ও কাই হাভার্টজকে পাননি আর্তেতা। ফলে তাদের মিকেল মেরিনো ও লিয়েন্দ্রো ট্রোসার্ডদের দিয়ে আক্রমণভাগ পরিচালনা করতে হয়েছে। যা নিয়ে আর্সেনাল কোচ বলেন, ‘ইনজুরির সংখ্যা দেখলে এটি স্পষ্ট যে, আমাদের ওপরের দিকে হুমকি তৈরির মতো খেলোয়াড় দরকার। হয়তো এই ইস্যু বদলে যাবে, তবে এই সংখ্যার ওপর আমাদের নির্ভর করা চলবে না। আমাদের গোল বাড়াতে হবে, সৃজনশীল কাউকে লাগবে এবং বিভিন্ন পজিশনেই শক্তি বাড়ানো প্রয়োজন।’

প্রসঙ্গত, ২০২৮ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তির মেয়াদ রয়েছে রদ্রিগোর। কিন্তু এমবাপের আগমন এবং তুর্কি মিডফিল্ডার আর্দা গুলার ইতোমধ্যে আস্থার পাত্র হয়ে ওঠায় গেমটাইম কমে গেছে এই ব্রাজিল ফরোয়ার্ডের। সেজন্য তিনি নিজেও নাকি নিজের কম্ফোর্ট জোন ভেঙে চলতি গ্রীষ্মেই রিয়াল ছাড়বেন কি না সেই বিবেচনাও শুরু করে দিয়েছেন। স্প্যানিশ গণমাধ্যম রেলেভো বলেছিল– জাবি কোচ হিসেবে মাদ্রিদে আসার পর তার সঙ্গে আলাপ করতে চান রদ্রিগো। বুঝতে চান, ক্লাব এবং কোচের পরিকল্পনায় কতটা যুক্ত তিনি। এরপরেই দল বদলের সিদ্ধান্ত আসতে পারে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ম্যাচ হারের পর দর্শকদের সঙ্গে তর্কে জড়ালেন শামীম
  • আইপিএলের প্লে-অফ ও ফাইনালের সূচি প্রকাশ
  • পাকিস্তান-বাংলাদেশ সিরিজের নতুন সূচি প্রকাশ
  • নতুন কোচ পেলেন তাসকিন-মুস্তাফিজরা
  • ব্রাজিলিয়ান উইঙ্গারকে বিদায় জানাতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ
  • মেসি না ম্যারাডোনা, সালাহর চোখে কে এগিয়ে?
  • বাতিল হতে পারে ভারতের বাংলাদেশ সফর ও এশিয়া কাপ
  • Copy link
    URL has been copied successfully!