বাপ্পা মজুমদারের বাসায় আগুন

জনপ্রিয় গায়ক-সুরকার ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদারের বনানীর বাসায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২২ মে) সকালে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের বিষয়টি সামাজিকমাধ্যমে জানিয়েছেন সংগীতশিল্পী নিজেই।

বাপ্পা মজুমদার এক পোস্টে লিখেছেন, ‘আমাদের বিল্ডিংয়ে আগুন লাগার ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি, আমরা সবাই নিরাপদে আছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ, ধন্যবাদ।’

তিনি যোগ করেন, ‘তারা দ্রুত পদক্ষেপ না নিলে কী যে হয়ে যেত, ভাবতেই শিউরে উঠছি! একটি বিভীষিকাময় অভিজ্ঞতা, এখনও ভাবতে কষ্ট হচ্ছে।’

এমন অবস্থায় পাশেই থাকা গীতিকার শাহান কবন্ধের সঙ্গে যোগাযোগ হয়। শাহানের সহযোগিতায় স্ত্রী ও দুই কন্যাসন্তান নিয়ে বাসা থেকে বের হন বাপ্পা।

ঘটনার পর গণমাধ্যমকে সংগীতশিল্পী বলেন, ‘সৃষ্টিকর্তার অশেষ রহমতে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছি। ভোরে রাস্তায় মানুষ কম ছিল বিধায় ফায়ার সার্ভিস দ্রুত আসতে পেরেছিল। নইলে কী যে হতো, ভাবতেই পারছি না। আমি এখনো মানসিক ট্রমা থেকে বের হতে পারেনি। এই ট্রমা থেকে বের হতে সময় লাগবে।’

বলে রাখা ভালো, ২০১৮ সালের ১৬ মে দুই পরিবারের উপস্থিতিতে বাপ্পা মজুমদার ও তানিয়ার বাগদান অনুষ্ঠিত হয়। পরে ২৪ জুন একেবারে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে বিয়ে হয় তাদের। ২০১৯ সালের ডিসেম্বরে তাদের প্রথম কন্যা সন্তান এবং ২০২৪ সালের অক্টোবরে দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





Copy link
URL has been copied successfully!