সুন্দর মৃত্যুর প্রস্তুতি

মৃত্যু অনিবার্য—এটি এমন এক সত্য, যা থেকে মুক্তি নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ‘প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে।’ (সুরা আলে ইমরান: ১৮৫)

একজন মুমিনের জন্য সফলতা হলো সুন্দর মৃত্যু। অর্থাৎ, ঈমানের ওপর এবং আল্লাহর সন্তুষ্টির সঙ্গে পৃথিবী ত্যাগ করা।

ইসলামে সুন্দর মৃত্যু কী
সুন্দর মৃত্যুর অর্থ হলো- ঈমানসহ, নেক আমলরত অবস্থায়, গুনাহ থেকে মুক্ত অন্তরে মৃত্যু হওয়া। এটি মুমিনের সবচেয়ে কাঙ্ক্ষিত পরিণতি। রাসুলুল্লাহ (স.) বলেন, ‘যার শেষ কথা হবে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ সে জান্নাতে প্রবেশ করবে। (মুস্তাদরাক হাকেম: ১৮৭৮)

সুন্দর মৃত্যুর প্রস্তুতি যেভাবে নিতে হয়
১. নিয়মিত খাঁটি তওবা করা
মানুষ গুনাহ করে, কিন্তু বারবার তওবা করলে আল্লাহ ক্ষমা করে দেন। মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ! তোমরা আল্লাহর নিকট খাঁটি তওবা করো (তাওবাতান নাসুহা)। (সুরা তাহরিম: ৮)
রাসুলুল্লাহ (স.) বলেন, আমি প্রতিদিন আল্লাহর কাছে ৭০ বারেরও বেশি ইস্তেগফার ও তাওবা করে থাকি।’ (বুখারি: ৬৩০৭)

২. ফরজ ইবাদত ঠিকমতো আদায় করা
নামাজ সময়মতো ও মনোযোগের সঙ্গে আদায় করা সুন্দর মৃত্যুর বড় মাধ্যম। আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে।’ (সুরা আনকাবুত: ৪৫)
রাসুলুল্লাহ (স.) বলেন, ‘প্রথম যে বিষয়ে হিসাব নেয়া হবে কিয়ামতের দিন, তা হলো নামাজ।’ (সুনানে তিরমিজি: ৪১৩) তাই নামাজ ছেড়ে দিলে সুন্দর মৃত্যুর সম্ভাবনা কমে যায়।

৩. হারাম থেকে বেঁচে থাকা ও হালাল রিজিক গ্রহণ
হারাম উপার্জন ও খাবার দোয়া কবুলে বাধা দেয়, মৃত্যু অকল্যাণকর করে। আল্লাহ তাআলা বলেন, ‘হে মানবমণ্ডলী! হালাল ও পবিত্র খাদ্য গ্রহণ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না।’ (সুরা বাকারা: ১৬৮)
রাসুলুল্লাহ (স.) বলেন, ‘এক ব্যক্তি সফরে ক্লান্ত হয়ে দোয়া করে… অথচ তার খাবার হারাম, পোশাক হারাম—তার দোয়া কীভাবে কবুল হবে?’ (সহিহ মুসলিম: ২৩৯৩)

৪. মানুষের হক আদায় ও জুলুম করা থেকে বিরত থাকা
জুলুম বা অন্যের অধিকার নষ্ট করে ইন্তেকাল করলে মৃত্যু সুন্দর হয় না, অধিকন্তু কেয়ামতের দিন কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়।
রাসুলুল্লাহ (স.) বলেন, ‘কেয়ামতের দিন সর্বপ্রথম বিচার হবে রক্তপাত নিয়ে।’ (সহিহ মুসলিম: ১৬৭৮) হাদিসে আরও ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি কারো ওপর জুলুম করেছে, সে যেন আজই তা থেকে ক্ষমা চেয়ে নেয়।’ (সহিহ বুখারি: ২৪৪৯)

৫. মৃত্যুর স্মরণ ও প্রস্তুতি রাখা
প্রতিদিনের আমল ও চিন্তায় মৃত্যু স্মরণ রাখা হৃদয়কে আল্লাহমুখী রাখে। তাই পরকালযাত্রা সুন্দর হয়। রাসুলুল্লাহ (স.) বলেন, ‘তোমরা অধিক পরিমাণে জীবনের স্বাদ হরণকারী অর্থাৎ মৃত্যুকে স্মরণ করো।’ (ইবনে মাজাহ: ৪২৫৮)

সুন্দর মৃত্যুর জন্য বিশেষ করণীয়
কোরআন তেলাওয়াত। (সুরা মুজাম্মিল: ৪)
অধিক জিকির। (সহিহ মুসলিম: ২৬৯৯)
নিয়মিত সদকা। (সহিহ বুখারি: ১৩৫৩)
রাতে তাহাজ্জুদ। (সুরা ইসরা: ৭৯)
মৃত্যুর আগে ওসিয়ত করা (সহিহ বুখারি: ২৫৮৭)
পাপ হয়ে গেলে দ্রুত তাওবা করা। (সুরা নিসা: ১০৬)
সর্বোত্তম মৃত্যুর জন্য দোয়া। (সুরা ইমরান: ১৯৩; ইউসুফ: ১০১)
ইবাদতের ধারাবাহিকতা ধরে রাখা। (সহিহ মুসলিম: ২৬১৩)
অপমৃত্যু থেকে আল্লাহর কাছে পরিত্রাণ চাওয়া। (মুসাননাফে ইবনে আবি শায়বা: ৩/৩৭০; বায়হাকি: ৩/৩৭৯; আবু দাউদ: ১৫৫২)

এখানে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা খুবই গুরুত্বপূর্ণ। হাদিসে আরেকটি বিষয় অবগত করা হয়েছে, সেটি হলো মৃত্যু উপস্থিত হলে আল্লাহর রহমতের আশা করা এবং আল্লাহর সঙ্গে সাক্ষাতের আগ্রহপোষণ করা। রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, ‘তোমাদের প্রত্যেকে যেন শুধু এ অবস্থায় মৃত্যুবরণ করে যে সে আল্লাহর প্রতি সুধারণা পোষণ করে।’ (সহিহ মুসলিম: ২৮৭৭)

যেসব মৃত্যুকে সুন্দর মৃত্যু ধরা হয়
১. হজের সময় মৃত্যু। ২. রোজা রেখে মৃত্যু। ৩. জিহাদের ময়দানে মৃত্যু। ৪. কোরআন তেলাওয়াত বা নামাজ অবস্থায় অথবা অন্যকোনো ভালো কাজ করা অবস্থায় মৃত্যু। রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি আল্লাহর পথে মৃত্যুবরণ করে, সে শহীদ;… যে ব্যক্তি মহামারিতে মারা যায়, সে শহীদ;… যে কেউ সন্তান প্রসবে মারা যায়, সে শহীদ।’ (সহিহ মুসলিম: ১৯১৫) রাসুল (স.) আরও বলেন, ‘যে ব্যক্তি ইবাদতের সময় মৃত্যু বরণ করে, সে সুন্দর মৃত্যুর ওপর মারা গেছে।’ (মুজামুল কাবির, তাবারাবি, হাদিস সহিহ)

পরিশেষে বলা যায়, সুন্দর মৃত্যু কোনো কাকতালীয় বিষয় নয়—এটি একটি আজীবন প্রস্তুতির ফল। আল্লাহ আমাদের প্রত্যেককে সুন্দর মৃত্যু নসিব করুন। আল্লাহ যেন বলেন, ‘হে প্রশান্ত আত্মা! ফিরে এসো তোমার প্রতিপালকের দিকে—তুমি সন্তুষ্ট, তিনিও সন্তুষ্ট। প্রবেশ করো আমার জান্নাতে।’ (সুরা ফজর: ২৭-৩০)

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ঋণ করে হজ করার পর হজ ফরজ হলে কী করবেন
  • মুমিনের জন্য আল্লাহর নিরাপত্তা বিধান
  • ৩০ দিন জমজমের পানি ছাড়া কিছুই খাননি যে সাহাবি
  • অসুস্থতা অভাব অসহায়ত্ব একসাথে হলে এই দোয়াটি পড়ুন
  • হাজিদের সবরকম সুবিধা দেওয়ার নির্দেশ
  • ক্ষমা করলে মর্যাদা বৃদ্ধি পায়
  • হজে মাবরুরের ফজিলত
  • Copy link
    URL has been copied successfully!