সবাইকে বিয়ে করার পরামর্শ দিলেন নীলা

দেশের শোবিজ অঙ্গনের পরিচিত মুখ, ফ্যাশন ইনফ্লুয়েনসার ও মডেল শাম্মি ইসলাম নীলা। শুরুতে একজন টিকটকার হিসেবেই পরিচিতি ছিলেন তিনি। এরপর নানা রকমের পোশাক, কাপড় নিয়ে কাজ শুরু করেন ফ্যাশন ইনফ্লুয়েনসার হিসেবে। এরপর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩’-এর আসরে চ্যাম্পিয়ন হন নীলা।

চলতি বছরের জানুয়ারির শুরুতে বিয়ে করেন শাম্মি ইসলাম নীলা। যদিও তার স্বামীর পরিচয় জানাননি তিনি। সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের দাম্পত্য জীবন, স্বামী ও শ্বশুরবাড়ি নিয়ে নানা কথা বলেন এই মডেল।

শ্বশুরবাড়ির প্রশংসা করে নীলা বলেন, ‘আমার শ্বশুরবাড়ির লোকেরা, শাশুড়ি প্রত্যেকটা পোস্টের নিচে তাদের মন্তব্য থাকছে। আমার মনে হয় একজন মেয়ে হয়ে শাশুড়ির কাছ থেকে নিজের বাবা-মা এর মতো ভালোবাসা পাওয়াটা অনেক। মিডিয়া সেক্টর থেকে বিলং করার পরেও কাজকে রেসপেক্ট করে, আমি এমনই একটি ফ্যামিলি খুঁজছিলাম।’

নিজের শাশুড়ি প্রসঙ্গে নীলা বলেন, ‘আমার শ্বাশুড়ির সঙ্গে তো আসলে আমার বউ-শ্বাশুড়ির সম্পর্ক না, মা-মেয়ের সম্পর্ক। মা-মেয়ের জায়গা থেকে আমি বলতে চাই যে, তিনি আমার লাইফ পার্টনারের মা। তার রেসপেক্ট টা আসলে অন্যরকম, এটা আমি আসলে বলতেও পারব না। তার থেকেই আমার হাজবেন্ড এসেছে। তো তার প্রতি আমার শ্রদ্ধাটাও বেশি।’

দাম্পত্য জীবন ও স্বামী নিয়ে সুখে রয়েছেন নীলা, তা বলার অপেক্ষা রাখে না। তাই সকলকে বিয়ের পরামর্শ দিয়ে নীলা বলেন, ‘বিয়ে যদি শান্তির বিয়ে হয়, সবারই বিয়ে করে ফেলা উচিত। একজন পার্টনারও যদি সাপোর্টিং থাকে, তাহলে আপনি সারাদিন কাজের পর শেয়ার করতে পারেন। ফিউচারগুলো ডিসাইড করতে পারেন। আমার কাছে মনে হয়, আমার পার্টনার যথেষ্ট সাপোর্টিং।’

প্রসঙ্গত, আজ ৫ মে থেকে শুরু হচ্ছে সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)। প্রতিবারের মতো এবারও একঝাঁক তারকা এতে অংশ নিচ্ছেন, তাদের একজন ইনফ্লুয়েনসার ও মডেল শাম্মি ইসলাম নীলা। সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ফলোয়ার্স না বাড়ায় আত্মঘাতী সিদ্ধান্ত কনটেন্ট ক্রিয়েটরের
  • ফের অভিনয়ে জেফার-প্রীতম
  • প্রেমিকাকে নিয়ে প্রাক্তন স্ত্রীর বাড়িতে গেলেন আমির খান
  • পূর্ণিমা ফিরলেন বিচারক হয়ে
  • যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সপ্তাহেও ঝড় তুলছে ‘বরবাদ’
  • কাশ্মীরে হামলা, পোস্ট করে কটাক্ষের শিকার অমিতাভ বচ্চন
  • ডক্টরেট উপাধি ও স্বর্ণপদক পেলেন অভিনেত্রী পায়েল
  • Copy link
    URL has been copied successfully!