‘দেনা পাওনা’ নাটক দিয়ে মনোযোগ কেড়েছেন রাজু

চরিত্র জীবন্ত করে তুলতে জুড়ি নেই অভিনেতা এমএনইউ রাজুর। এর আগে একাধিকবার নিজেকে প্রমাণ করেছেন। এবারও একই চিত্র। সম্প্রতি প্রচারিত ‘দেনা পাওনা নামের একটি ধারাবাহিকে অভিনয় করে মুগ্ধ করেছেন দর্শকদের।
নাটকটিতে হোসেন চরিত্রে অভিনয় করছেন রাজু। এরইমধ্যে চরিত্রটি লুফে নিয়েছেন দর্শক। তিনি বলেন, ‘‘দেনা পাওনা’র জন্য বেশ সাড়া পাচ্ছি। অন্য কাজের ক্ষেত্রেও পাই। কিন্তু চরিত্রের নাম ধরে যখন মানুষ রাস্তাঘাটে ডাকে তখন বুঝতে পারি সবাই ইতিবাচকভাবে গ্রহণ করেছে। ভিউ দেখে ফিডব্যাক বোঝা যায় না। অনেক মানহীন জিনিসেরও তো ভিউ হয়। যখন কোনো চরিত্রের নাম ধরে রাস্তায় ডাকে যেমন ধরুন, আমি যখন ‘ফ্যামিলি ক্রাইসিস’ করেছি তখন মোজাম্মেল নামে যখন সবাই ডাকতেন। তখন বোঝা যেত চরিত্রটি হিট। এর আগে ‘গ্র্যাজুয়েট’ নাটকের সময় আবুল নামে যখন ডাকত তখন বুঝতাম চরিত্রটি হিট। আসলেও সেটি জনপ্রিয় ছিল।
এরপর বলেন, ‘‘দেনা পাওনা’ নাটকের বেলায়ও একই চিত্র। যখন রাস্তায় বের হই তখন নাটকটি অনেক সুন্দর— প্রশংসাটা এখানে সীমাবদ্ধ থাকে না। চরিত্রটির নাম ধরে বলে, হোসেন ভাই আপনার অভিনয় খুব উপভোগ করি। এটা অসাধারণ লাগে। যেভাবে সাড়া পাচ্ছি তাতে ভালো কাজ করার আগ্রহ আরও বেড়ে গেল। দর্শকের প্রতি দায়বদ্ধতা বেড়ে গেল। আশা করি ভবিষ্যতেও ভালো লাগবে নাটকটি। কেননা শুধু চরিত্র না, নাটকের গল্পও অসাধারণ। আর এই সমন্বয় ঘটেছে বলেই ভালো লাগছে নাটকটি।’’
‘দেনা পাওনা’র গল্প একটি পরিবারকে কেন্দ্র করে। লিখেছেন ও পরিচালনা করেছেন কে এম সোহাগ রানা। এতে আরও অভিনয় করেছেন অ্যালেন শুভ্র, শহীদুজ্জামান সেলিম, শিল্পী সরকার অপু, মনিরা আক্তার মিঠু, ডা. এজাজুল ইসলাম, সুষমা সরকার, মুসাফির সৈয়দ, এবি রোকন, তানজিম হাসান অনিক, তাবাসসুম ছোঁয়াসহ অনেকে।
অভিনেতা হিসেবে রাজু জনপ্রিয়তা পান ‘গ্র্যাজুয়েট নাটকের আবুল চরিত্রের মাধ্যমে। তার অভিনীত দর্শকপ্রিয় আরও একটি চরিত্র ‘ফ্যামিলি ক্রাইসিসের মোজেম্মেল। নাটক, সিনেমা সব মাধ্যমেই অভিনয় করছেন তিনি। তার নির্মিত নাটকগুলোর মধ্যে ‘আইসিইউ’, ‘রেশমি চুড়ি’ উল্লেখযোগ্য।
সম্পর্কিত সংবাদ

বিয়ের পাঁচ মাসের মাথায় মা হতে চলেছেন শোভিতা
চলতি বছরের জানুয়ারি মাসে অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন অভিনেতা নাগা চৈতন্য। তাদের নিয়ে বিতর্কবিস্তারিত…

ফলোয়ার্স না বাড়ায় আত্মঘাতী সিদ্ধান্ত কনটেন্ট ক্রিয়েটরের
গত ২৪ এপ্রিল মৃত্যু হয় ভারতের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মিশা আগরওয়ালের। পরের দিন অর্থাৎ ২৫বিস্তারিত…