ফলোয়ার্স না বাড়ায় আত্মঘাতী সিদ্ধান্ত কনটেন্ট ক্রিয়েটরের

গত ২৪ এপ্রিল মৃত্যু হয় ভারতের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মিশা আগরওয়ালের। পরের দিন অর্থাৎ ২৫ এপ্রিল তার মৃত্যুর খবর প্রকাশ্যে আনে বাবা-মা। কিন্তু তখন জানানো হয়নি, ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছিল, বিষয়টিতে জড়িয়ে ছিল একরকম রহস্য।

সম্প্রতি মিশার পরিবার একটি বিবৃতি দিয়েছে। তারা জানান, বেশ কয়েকদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন মিশা। সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার নাকি বেশ কমতে শুরু করেছিল। ইনস্টাগ্রামে ১ মিলিয়ন ফলোয়ার্সের আশায় ছিলেন তিনি। কিন্তু তা পরিপূর্ণ হচ্ছিল না। আর তা নিয়েই অবসাদে চলে যান মিশা।

সামজিক মাধ্যমে মিশার জনপ্রিয়তা নেহাত কম নয়। ইনস্টাগ্রামে তার ফলোয়ার্স প্রায় সাড়ে তিন লাখের ওপরে। সেখানে যে ভিডিওগুলো তিনি পোশট করতেন, তার অধিকাংশই ছিল ফানি কনটেন্ট। আর এতে মিশার জনপ্রিয়তাও বাড়ছিল।

মিশার বাবা-মা জানিয়েছেন, এভাবে হঠাত তার ফলোয়ার কমে যাচ্ছিল, সে বিষয়ে অবগত ছিলেন না তারা।

তাদের কথায়, আমাদের মেয়ের কাজই ছিল ইনস্টাগ্রামে ভিডিও তৈরি করা। ফলোয়ার্স সংখ্যা ১ মিলিয়ন হওয়ার জন্য অপেক্ষা করছিল মেয়ে। কিন্তু আচমকা ফলোয়ার বাড়ার চেয়ে কমে যাচ্ছিল। যে কারণে এক পর্যায়ে সে চুপচাপ হয়ে যায়। এ নিয়ে কান্নাকাটিও করে একদিন। কাঁদতে কাঁদতে মিশা বলছিল, আমার ফলোয়ার কমে যাচ্ছে। এবার কি তাহলে আমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে।’

প্রসঙ্গত, ২৪ বছর বয়সেই এমন আত্মঘাতি সিদ্ধান্ত নিলেন মিশা আগরওয়াল। তার মৃত্যুর দিনটিও চলতি মাসের ২৪ তারিখ। এবং ২৬ এপ্রিল ছিল মিশার জন্মদিন। কিন্তু তার দুদিন আগেই জীবনের পথচলা থেমে গেল এই তরুণ প্রতিভার।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon


« (পূর্ববর্তী সংবাদ)
(পরবর্তী সংবাদ) »



সম্পর্কিত সংবাদ

  • পূর্ণিমা ফিরলেন বিচারক হয়ে
  • যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সপ্তাহেও ঝড় তুলছে ‘বরবাদ’
  • কাশ্মীরে হামলা, পোস্ট করে কটাক্ষের শিকার অমিতাভ বচ্চন
  • ডক্টরেট উপাধি ও স্বর্ণপদক পেলেন অভিনেত্রী পায়েল
  • ‘নিশানের ফাঁসি’ চেয়ে সিনেমা হলে মিছিল
  • ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি শিল্পী নিহত
  • ফের সালমানকে প্রাণনাশের হুমকি
  • Copy link
    URL has been copied successfully!