সাতক্ষীরায় সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে জামায়াতে ইসলামীর পথ সভা অনুষ্ঠিত
সাতক্ষীরা প্রতিনিধি :: বাংলাদেশ জামায়াতে ইসলামী লাবসা ইউনিয়ন শাখার আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(৫ ডিসেম্বর) বিকাল ৪টা তালতলা গপিনাথপুর মন্দির সংলগ্ন মাঠে লাবসা ইউনিয়ন এর ভারপ্রাপ্ত আমির হাঃ আমিরুল ইসলাম এর সভাপতিত্বে ইউনিয়ন সেক্রেটারি মামুন হোসেন এর সঞ্চালনায় এ পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের আমির মাও: মোশাররফ হোসেন ও স্থানীয় গপিনাথপুর মন্দির কমিটির সভাপতি বাবু মনোরঞ্জন বিশ্বাস।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- জামায়াতে ইসলামী চায় আগামীর বাংলাদেশ বিনির্মানে হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টান ও মুসলমান সকলে ঔক্য বদ্ধ হয়ে কাজ করবে। একজন মুসলমান যে সুযোগ সুবিধা পাবে একজন হিন্দুও সেই একই সুযোগ সুবিধা পাবে। হিন্দু সম্প্রদায় সহ সকলে তাদের ধর্মীয় অনুষ্ঠান নিরাপদে সুস্থ ভাবে পালন করবে।
উক্ত পথসভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা জামায়াতের সহঃ সেক্রেটারি অধ্যাঃ সহিদুর রহমান, কর্মপরিষদ সদস্য মাওঃ শহিদুল ইসলাম ইউনিয়ন জামায়াতের নায়েবে আমির মাওঃ ইউসুফ আল আজাদী সহ ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।
সম্পর্কিত সংবাদ
বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে : আমির হামজা
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমিরবিস্তারিত…
ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৩
মাদারীপুরে যাত্রীবাহী বাসচাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। রোববারবিস্তারিত…
