রংপুরে সমাবেশ শেষে ফেরার পথে পিকআপ উল্টে নিহত ১

রংপুরে জামায়াতসহ আট দলের বিভাগীয় সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে পীরগঞ্জ উপজেলার মাদারহাটে পিকআপ ভ্যান উল্টে গিয়ে ১ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন।

বুধবার (৩ ডিসেম্বর) রাতে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাহিদ ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তির নাম ফারুক মৌলভী (৪৫)। তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পাবনাপুর দক্ষিণ পাড়া এলাকার মো. বাবু’র ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে আন্দোলনরত আট দলের উদ্যোগে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশে অংশ নিয়েছিলেন ফারুক মৌলভী। সমাবেশ শেষে অন্যান্য নেতাকর্মীর সঙ্গে পিকআপ ভ্যানে করে গাইবান্ধার দিকে রওনা হন তিনি। পীরগঞ্জ থানার মাদারহাট এলাকায় পৌঁছালে গাড়ির টায়ার বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারায় পিকআপটি। এতে ঘটনাস্থলেই মারা যান ফারুক মৌলভী। ওই দুর্ঘটনায় আহত ৮ জনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং তাঁরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) নাহিদ ইসলাম জানান, নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • নওগাঁয় নদী থেকে মরদেহ উদ্ধার
  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারী ও শিশুসহ ১৭ জনকে পুশ ইন
  • রূপসা নদীতে নিখোঁজের ৩দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
  • ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের তিনজনের মৃত্যু
  • খুলনায় নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার
  • চাঁদপুরে বাসচাপায় কলেজছাত্রী নিহত
  • মণিরামপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা, এলাকায় আতঙ্ক
  • নড়াইলে বাসের ধাক্কায় শ্রমিক নিহত
  • Copy link
    URL has been copied successfully!