আসছে ৫০০ টাকার নতুন নোট

বাংলাদেশ ব্যাংক আগামী বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) থেকে নতুন ডিজাইন ও সিরিজের ৫০০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজারে ছাড়ছে। ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’— থিমে তৈরি এই নোটটি গভর্নর ড. আহসান এইচ মনসুরের স্বাক্ষরে প্রকাশিত হবে। প্রথম দিন নোটটি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে এবং পরে অন্যান্য অফিস থেকেও সরবরাহ করা হবে। এর আগে এই সিরিজের ১০০০, ১০০, ৫০ ও ২০ টাকার নোট বাজারে এসেছে।

নতুন নোটের নকশায় সামনের ভাগে কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং ব্যাকগ্রাউন্ডে পাতা ও কলিসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলা ব্যবহার করা হয়েছে। পেছনের অংশে রয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবনের ছবি। নোটটির আকার দৈর্ঘ্যে ১৫২ মিলিমিটার এবং প্রস্থে ৬৫ মিলিমিটার এবং সামগ্রিক রঙে সবুজের উপস্থিতি বেশি।

নোটে জালিয়াতি রোধে সর্বাধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। রঙ পরিবর্তনশীল নিরাপত্তা কালি ব্যবহার করা হয়েছে, যা নোট নাড়াচাড়া করলে সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হয়। নতুন নোটে পেঁচানো নিরাপত্তা সুতা, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য স্পর্শযোগ্য চিহ্ন, ইন্টাগ্লিও কালি–মুদ্রিত উঁচু অংশ, UV ফ্লুরোসেন্ট কালি, রঙিন ফাইবার এবং আলোয় ধরলে দৃশ্যমান ‘See-through’ ইমেজসহ উন্নত প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন ৫০০ টাকার নোট চালুর পরও বর্তমানে প্রচলিত সব ধরনের কাগুজে নোট ও ধাতব মুদ্রা চলবে। পাশাপাশি সংগ্রাহকদের জন্য ৫০০ টাকার স্পেসিমেন নোটও মুদ্রণ করা হয়েছে, যা বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘর বিভাগ থেকে নির্ধারিত মূল্যে পাওয়া যাবে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, নতুন সিরিজের নোটগুলোতে আধুনিক নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত হওয়ায় নোটের গুণগত মান ও নিরাপত্তা আগের চেয়ে আরও শক্তিশালী হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • দেশের বাজারে কোন স্বর্ণ কী দামে বিক্রি হচ্ছে
  • গণঅভ্যুত্থানের পরও বাংলাদেশে রেকর্ড বিদেশি বিনিয়োগ
  • শান্তি আলোচনায় প্রস্তুত জেলেনস্কি, ভূখণ্ড না ছাড়ার শর্ত
  • এবার দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
  • সব রেকর্ড ভেঙে স্বর্ণের দাম ছাড়াল ২ লাখ ১৭ হাজার টাকা
  • ঢাকায় ড্রোনের মাধ্যমে খাবার ডেলিভারি দেবে ইজাকায়া
  • সোনার দাম বেড়ে ভরি ২১৩৭১৯ টাকা
  • Copy link
    URL has been copied successfully!