ইংলিশ ব্যাটার রবিন স্মিথ মারা গেছেন

ইংল্যান্ডের সাবেক ব্যাটার রবিন স্মিথ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬২ বছর। গতকাল (সোমবার) অপ্রত্যাশিতভাবে তিনি অস্ট্রেলিয়ার সাউথ পার্থে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর বিষয়টি তার পরিবার নিশ্চিত করেছে।

স্মিথ ইংল্যান্ডের হয়ে ৬২টি টেস্ট খেলেছেন। ৯ সেঞ্চুরিতে চার হাজারের ওপরে রান করেছেন। ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত পেস বোলিং আক্রমণের বিরুদ্ধে তিন সেঞ্চুরি করেছিলেন তিনি। ১৯৯২ সালে ইংল্যান্ডের বিশ্বকাপের ফাইনালে ওঠা দলের অংশ ছিলেন।

আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি রবিন স্মিথ ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের একজন কিংবদন্তি। ১৭ মৌসুমে তিনি ১৮ হাজার ৯৮৪ রান করেছেন। তাকে হ্যাম্পাশায়ার ক্রিকেট ইতিহাসের সবচেয়ে প্রভাব রাখা ক্রিকেটার মনে করা হয়।

রবিন স্মিথের মৃত্যুর বিষয়ে তার পরিবার বলেছে, ‘সবচেয়ে গভীর ও প্রগাড় দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের হ্যারিসন ও মারগাউসের বাবা রবিন স্মিথ আমাদের ছেড়ে চিরতরে চলে গেছেন। তার মৃত্যুর কারণ এখনো জানতে পারিনি।’

রবিন স্মিথ ২০০৪ সালে ক্রিকেটকে বিদায় বলেন। তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। অ্যালকোহল আসক্তি ছিল। তবে এটা তার মৃত্যুর কারণ নয় বলে মনে করছে পরিবার। তবু পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে গোপনীয়তা রক্ষার জন্য অনুরোধ করেছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon


(পরবর্তী সংবাদ) »



সম্পর্কিত সংবাদ

  • টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফগানিস্তানের দল ঘোষণা
  • সাবিনাকে অধিনায়ক করে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা
  • বিপিএল শুরুর সময়ে পরিবর্তন
  • পদত্যাগ করলেন আনচেলত্তি
  • ফুটবল বিশ্বকাপের ট্রফি আসছে বাংলাদেশে
  • ২০২৬ বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা ফিফার, চ্যাম্পিয়ন দল পাবে কত?
  • ঢাকায় শুরু আন্তর্জাতিক ব্যাডমিন্টন
  • বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে যা বললেন শোয়েব আখতার
  • Copy link
    URL has been copied successfully!