ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে বিমান নিখোঁজ

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে একটি ছোট যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। বিমানটিতে তিন যাত্রী এবং আটজন ক্রু সদস্য ছিলেন।

স্থানীয় কর্মকর্তাদের বরাতে বার্তা সংস্থা এপি জানিয়েছে, ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভা এবং সুলাওয়েসি দ্বীপের মধ্যবর্তী একটি পাহাড়ি অঞ্চলে পৌঁছানোর পর শনিবার স্থানীয় সময় দুপুর ১টার পর উড়োজাহাজটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর থেকে বিমানটির খোঁজে তল্লাশি চালাচ্ছে কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়ায় পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র এন্ডাহ পূর্ণামা সারি এক বিবৃতিতে বলেন, ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্ট (আইএটি) পরিচালিত টার্বোপ্রপ এটিআর ৪২-৫০০ মডেলের বিমানটি যোগিয়াকার্তা শহর থেকে দক্ষিণ সুলাওয়েসির রাজধানী মাকাসার শহরে যাওয়ার পথে রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। বিমানটি শেষবারের মতো দুপুর ১টা ১৭ মিনিটে দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের পাহাড়ি জেলা মারোসের লেয়াং-লেয়াং এলাকায় ট্র্যাক করা হয়েছিল।

তিনি আরও জানান, বিমানে আটজন ক্রু সদস্য এবং সামুদ্রিক বিষয়ক ও মৎস্য মন্ত্রণালয়ের তিনজন সদস্য যাত্রী হিসেবে ছিলেন। বিমান বাহিনীর হেলিকপ্টার, ড্রোন এবং স্থল ইউনিটের সহায়তায় একাধিক অনুসন্ধান ও উদ্ধারকারী দল বিমানটির খোঁজে তল্লাশি চালাচ্ছে।

এদিকে মাউন্ট বুলুসারাউং-এ একদল পর্বতারোহী একটি বিক্ষিপ্ত ধ্বংসাবশেষ, আইএটি লোগোর সাথে সামঞ্জস্যপূর্ণ একটি লোগো এবং ঘটনাস্থলে এখনও ছোট ছোট আগুন জ্বলতে দেখেছে বলে কর্তৃপক্ষকে জানিয়েছেন।

প্রসঙ্গত, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া তার হাজার হাজার দ্বীপপুঞ্জকে সংযুক্ত করার জন্য বিমান পরিবহনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। তবে দেশটির বিমান চলাচলের নিরাপত্তার রেকর্ড খুবই খারাপ, সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বেশ কয়েকটি মারাত্মক বিমান দুর্ঘটনা ঘটেছে।
সূত্র: এপি

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon


« (পূর্ববর্তী সংবাদ)



সম্পর্কিত সংবাদ

  • পুতিনের বাসভবন লক্ষ্য করে ইউক্রেনের ড্রোন হামলা
  • তাইওয়ানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প
  • রাষ্ট্রীয় তহবিল থেকে ১০০ কোটি ডলার নিচ্ছেন ট্রাম্প
  • ওসমান হাদির মৃত্যুতে কমনওয়েলথের শোক প্রকাশ
  • গাজায় সেনা পাঠাতে পাকিস্তানকে চাপ যুক্তরাষ্ট্রের
  • যুক্তরাজ্যের সঙ্গে বিশাল বাণিজ্য চুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র
  • গাজায় শুধু এক ভবনের ধ্বংসস্তূপে মিলল ৪৫ মরদেহ
  • Copy link
    URL has been copied successfully!