হোয়াটসঅ্যাপ নতুন ফিচার: মেসেজ রিমাইন্ডার করা যাবে

হোয়াটসঅ্যাপ তার নিয়মিত আপডেটের অংশ হিসেবে আইফোন ব্যবহারকারীদের জন্য নিয়ে এসেছে অত্যন্ত কার্যকর একটি নতুন সুবিধা। নতুন মেসেজ রিমাইন্ডার ফিচারের মাধ্যমে এখন যেকোনো মেসেজে সরাসরি সময় নির্ধারিত রিমাইন্ডার সেট করা যাবে, যা নির্দিষ্ট সময় হলে স্বয়ংক্রিয়ভাবে নোটিফিকেশন পাঠিয়ে মনে করিয়ে দেবে। ফলে জরুরি তথ্য আর ভুলে যাওয়ার সুযোগ থাকছে না।

হোয়াটসঅ্যাপ এবার নিয়ে এসেছে মেসেজ রিমাইন্ডার নামের একটি কার্যকর সুবিধা। বিশেষ করে আইফোন ব্যবহারকারীদের কথা ভেবেই এই ফিচার যোগ করা হয়েছে। অনেকেই জরুরি কোনো মেসেজ স্টার মার্ক করেন, চ্যাট পিন করেন বা স্ক্রিনশট নিয়ে রাখেন। তবুও সময়মতো ফলো-আপ করতে ভুল হয়ে যায়। এই সমস্যা দূর করতেই হোয়াটসঅ্যাপ এখন মেসেজ থেকে সরাসরি রিমাইন্ডার সেট করার সুযোগ দিয়েছে।

এই সুবিধা ব্যবহার করে এখন ব্যবহারকারী যেকোনো মেসেজে নির্দিষ্ট সময়ের রিমাইন্ডার দিতে পারবেন। কাজের নির্দেশ, বন্ধুর পাঠানো গুরুত্বপূর্ণ তথ্য বা গ্রুপের সময়বদ্ধ আপডেট—সবকিছুতেই এই রিমাইন্ডার আপনাকে ঠিক সময়ে মনে করিয়ে দেবে। এতে হোয়াটসঅ্যাপ শুধু মেসেজিং অ্যাপ নয়, বরং কার্যকর একটি উৎপাদনশীলতার টুল হিসেবেও প্রতিষ্ঠিত হচ্ছে।

কীভাবে হোয়াটসঅ্যাপে মেসেজ রিমাইন্ডার সেট করবেন-
প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে নির্দিষ্ট চ্যাটে যান। যেই মেসেজের জন্য রিমাইন্ডার সেট করতে চান, সেটিতে চাপ দিয়ে ধরে রাখুন। অপশন মেনু খুলে গেলে আরও অপশন এ গিয়ে রিমাইন্ডার নির্বাচন করুন।

রিমাইন্ডার এ চাপ দিলে হোয়াটসঅ্যাপ কয়েকটি প্রস্তুত সময় দেখাবে যেমন ২ ঘণ্টা, ৮ ঘণ্টা, ২৪ ঘণ্টা বা নিজের মতো সময় নির্ধারণ। নিজের সময় ঠিক করতে কাস্টম অপশন ব্যবহার করা যাবে। রিমাইন্ডার সেট হয়ে গেলে মেসেজের পাশে একটি ছোট ঘণ্টা চিহ্ন দেখাবে, যা রিমাইন্ডার সক্রিয় থাকার প্রমাণ।

নির্ধারিত সময় হলে হোয়াটসঅ্যাপ ফোনে নোটিফিকেশন পাঠাবে। আপনার নোটিফিকেশন সেটিং অনুযায়ী সেখানে মেসেজের অংশ, চ্যাটের নাম বা কোনো মিডিয়া ফাইল থাকলে সেটিও দেখা যাবে।

রিমাইন্ডার কীভাবে বাতিল করবেন-
রিমাইন্ডার আর প্রয়োজন না হলে মেসেজে চাপ দিয়ে ধরে রেখে আবার আরও অপশন এ গিয়ে রিমাইন্ডার বাতিল নির্বাচন করলেই হবে।

কেন এই সুবিধাটি গুরুত্বপূর্ণ-
মেসেজ রিমাইন্ডার দৈনন্দিন ডিজিটাল কাজ সহজ করবে। আলাদা নোট বা অন্য অ্যাপ ব্যবহার করার দরকার পড়বে না। হোয়াটসঅ্যাপই নিয়মিতভাবে আপনাকে মনে করিয়ে দেবে। ফলে ব্যস্ততার মধ্যেও জরুরি তথ্য ভুলে যাওয়ার ঝুঁকি কমবে। কাস্টম সময় নির্ধারণ থাকায় ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় ঠিক করতে পারবেন।

হোয়াটসঅ্যাপের সংস্করণ ২৫.২৫.৭৪ এ যুক্ত এই নতুন সুবিধাটি সহজ হলেও অত্যন্ত কার্যকর। এটি ব্যবহারকারীদের চ্যাট ব্যবস্থাপনা আরও সুসংগঠিত এবং স্বাচ্ছন্দ্যময় করে তুলবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ইন্টারনেট ব্রাউজিংয়ের সময় ‘৪০৪ এরর’ কেন দেখায়? সমাধান জানুন
  • যেসব ভুলে ফেসবুক মনিটাইজেশন হারাতে পারেন
  • ৭০০০ এমএএইচ ব্যাটারির ৫জি ফোন এনেছে রিয়েলমি
  • সুজুকি ৩৫০ সিসির নতুন মোটরসাইকেল আনছে
  • সিম চালু না থাকলে বন্ধ হয়ে যাবে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম অ্যাকাউন্ট
  • ফেসবুক গ্রুপে নাম গোপন রেখেই পরিচিত হওয়া যাবে
  • রিয়েলমি সি৮৫ সিরিজ: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস করল এই ফোন
  • Copy link
    URL has been copied successfully!