রংপুরে সমাবেশ শেষে ফেরার পথে পিকআপ উল্টে নিহত ১
রংপুরে জামায়াতসহ আট দলের বিভাগীয় সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে পীরগঞ্জ উপজেলার মাদারহাটে পিকআপ ভ্যান উল্টে গিয়ে ১ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন।
বুধবার (৩ ডিসেম্বর) রাতে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নাহিদ ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত ব্যক্তির নাম ফারুক মৌলভী (৪৫)। তিনি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পাবনাপুর দক্ষিণ পাড়া এলাকার মো. বাবু’র ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে আন্দোলনরত আট দলের উদ্যোগে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশে অংশ নিয়েছিলেন ফারুক মৌলভী। সমাবেশ শেষে অন্যান্য নেতাকর্মীর সঙ্গে পিকআপ ভ্যানে করে গাইবান্ধার দিকে রওনা হন তিনি। পীরগঞ্জ থানার মাদারহাট এলাকায় পৌঁছালে গাড়ির টায়ার বাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারায় পিকআপটি। এতে ঘটনাস্থলেই মারা যান ফারুক মৌলভী। ওই দুর্ঘটনায় আহত ৮ জনকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং তাঁরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) নাহিদ ইসলাম জানান, নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে : আমির হামজা
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমিরবিস্তারিত…
ঢাকা-বরিশাল মহাসড়কে বাসচাপায় নিহত ৩
মাদারীপুরে যাত্রীবাহী বাসচাপায় ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন। রোববারবিস্তারিত…
