ইমরান খান সুস্থ আছেন, সাক্ষাতের পর বললেন বোন উজমা খান

পাকিস্তানের রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তার বোন উজমা খান। মঙ্গলবার কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘‘ইমরান খান সম্পূর্ণ সুস্থ আছেন।’’

এর আগে, আদিয়ালা কারা কর্তৃপক্ষ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে উজমা খানকে সাক্ষাতের অনুমতি দেয়। উজমার সঙ্গে কারাগারের বাইরে বিপুলসংখ্যক পিটিআই সমর্থক জড়ো হয়েছিলেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উজমা খান বলেন, ‘‘ইমরান খানের স্বাস্থ্য পুরোপুরি ঠিক আছে। তবে তিনি খুব ক্ষুব্ধ এবং বলেছেন, তাকে মানসিক নির্যাতন করা হচ্ছে।’’

তিনি বলেন, তার ভাইকে সারাদিন কক্ষে রাখা হয়, অল্প কিছু সময়ের জন্য বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হয় এবং কারও সঙ্গে যোগাযোগের সুযোগ নেই। উজমা বলেন, কারাগারে সাক্ষাতে প্রায় ৩০ মিনিট ধরে তাদের দুজনের মাঝে কথা হয়েছে।

৭২ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। ২০২২ সালে দেশটির সংসদে অনাস্থা ভোটে পদচ্যুত হওয়ার পর একের পর এক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। যদিও ইমরান খান দাবি করেছেন তার বিরুদ্ধে দায়ের করা সব মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

গত মাসে ইমরান খানের তিন বোন নোরীন নিয়াজি, আলিমা খান এবং উজমা খান ভাইয়ের সঙ্গে দেখা করতে চাওয়ায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ করেন।

এরপরই ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে দলের নেতাকর্মী ও পরিবারের সদস্যদের উদ্বেগ তৈরি হয়। এমনকি দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরান খান কারাগারে মারা গেছেন বলে গুজবও ছড়িয়ে পড়ে। গত টানা ২৫ দিন ধরে ইমরান খানের সঙ্গে কারও সাক্ষাতের অনুমতি মেলেনি। যে কারণে তিনি কারাগারে মারা গেছেন এবং তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ব্যাপক বিক্ষোভ দেখা দিতে পারে আশঙ্কায় কর্তৃপক্ষ তা গোপন করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন অনেকে।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহাইল আফ্রিদি বলেছেন, গত ২৭ অক্টোবরের পর থেকে কেউই ইমরান খান কিংবা তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে দেখা করতে পারেননি। সাক্ষাতের দাবিতে গত কয়েক দিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন পিটিআইয়ের নেতাকর্মীরা। মঙ্গলবার পিটিআইয়ের বিক্ষোভ ঘিরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ফৌজদারি কার্যবিধির ধারা ১৪৪ জারি করা হয়।

এর আগে মঙ্গলবার সকালের দিকে দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী বলেন, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা কঠোরভাবে কার্যকর করা হবে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইসলামাবাদ হাইকোর্ট কিংবা আদিয়ালা কারাগারের সামনে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হলে ১৪৪ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি পিটিআই-মর্থিত সংসদ সদস্যদের আইন মেনে চলার আহ্বান জানান।

তালাল বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুই শহরে ধারা ১৪৪ জারি করা হয়েছে। সূত্র: ডন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ‌‘ইমরান খান জীবিত, দেশ ছাড়তে চাপ দিচ্ছে সরকার’
  • সিঙ্গাপুরে মাদক সেবনের অভিযোগে ১১ বাংলাদেশি গ্রেপ্তার
  • ৬২ বছর বয়সে বিয়ে করলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী
  • ইমরান খানের মুক্তি চাইলেন তার ছেলে কাসিম
  • ভেনেজুয়েলা উপকূলে মার্কিন অভিযান অব্যাহত রাখার ঘোষণা
  • কাবা শরীফে অস্ত্রশস্ত্র নিয়ে হামলার সেই ভয়াল ২০ নভেম্বর আজ
  • জম্মু-কাশ্মীরে থানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ২৭
  • Copy link
    URL has been copied successfully!