সম্মিলিত ইসলামী ব্যাংকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু
দেশের সর্ববৃহৎ রাষ্ট্র মালিকানাধীন ইসলামী ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। সোমবার (১ ডিসেম্বর) চূড়ান্ত অনুমোদন ও লাইসেন্স ইস্যুর পর মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে ব্যাংকটির কার্যক্রম চালু হয়েছে।
ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক সচিব ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।
তিনি বলেন, ‘সরকারি মালিকানায় একটি ইসলামী ব্যাংক চালু হওয়া জাতির জন্য ইতিবাচক বার্তা। আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা আমাদের প্রধান লক্ষ্য। সম্মিলিত ইসলামী ব্যাংক আস্থার প্রতীক হয়ে উঠবে।’
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে আইয়ুব মিয়া জানান, ‘ব্যাংকের ভিশন-মিশন, আইন-কানুন ও সার্বিক কার্যক্রম পর্যালোচনাই ছিল বৈঠকের মূল বিষয়।’
তিনি আরও বলেন, ‘সামনে একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা এবং আইনসম্মতভাবে পাঁচটি ইসলামী ব্যাংকের একীভূতকরণ নিশ্চিত করতে কাজ চলবে।’
এর আগে গত রোববার (৩০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বিশেষ বোর্ড সভায় সমস্যাগ্রস্ত পাঁচ ইসলামী ব্যাংক- ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংককে একীভূত করে নতুন ব্যাংক গঠনের সিদ্ধান্ত হয়।
এরপর সোমবার (১ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে নতুন ব্যাংকের লাইসেন্স হস্তান্তর করে কেন্দ্রীয় ব্যাংক।
মতিঝিলের সেনাকল্যাণ ভবনে স্থাপিত প্রধান কার্যালয়ে এরই মধ্যে দাপ্তরিক কার্যক্রম শুরু হয়েছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, আগামী বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে গভর্নর ব্যাংকটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।
‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র পরিশোধিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি, আর বাকি ১৫ হাজার কোটি আসবে আমানতকারীদের শেয়ার থেকে।
সম্পর্কিত সংবাদ
স্বর্ণের দামে বড় লাফ, ফের রেকর্ড
দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ। দামের দিক থেকে আবারও রেকর্ড গড়ল এই ধাতুটি, যাবিস্তারিত…
স্বর্ণের দাম বেড়ে ভরি ২ লাখ ১৭ হাজার ছাড়াল
দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে স্বর্ণের দামবিস্তারিত…
