আইসিসির বর্ষসেরা টেস্ট দলে ভারতের ৩ ক্রিকেটার

২০২৪ সালের বর্ষসেরা ওয়ানডে দলের পর এবার বর্ষসেরা টেস্ট দলও ঘোষণা করেছে আইসিসি। একদিনের ক্রিকেটে আইসিসির সেরা একাদশের তালিকায় ভারতের কোনো ক্রিকেটারই জায়গা করে নিতে না পারলেও সাদা পোশাকের ১১ জনের তালিকায় আছেন দেশটির তিন ক্রিকেটার। তবে বাংলাদেশের কেউই গত বছরের সেরা টেস্ট দলে জায়গা করে নিতে পারেননি।

২০২৪ সালে লাল বলের ক্রিকেটে যেসব ক্রিকেটার ব্যক্তিগত পারফর্ম্যান্সে উজ্জ্বল ছিলেন তাদের নিয়ে গঠন করা হয়েছে বর্ষসেরা টেস্ট দল। এই দলের অধিনায়ক হিসেবে আছেন প্যাট কামিন্স।

আইসিসির বর্ষসেরা টেস্ট দলে ভারতের যে তিন ক্রিকেটার জায়গা পেয়েছেন তাদের মধ্যে অন্যতম তরুণ ওপেনার যশ্বসী জয়সোয়াল। বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে তিনি ভালো করতে না পারলেও ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে ৭১২ রান করেন তিনি। এরপর বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পর বোর্ডার-গাভাস্কার ট্রফিতেও ভালো করেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ভারতের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন তিনি।

এছাড়া রবীন্দ্র জাদেজা এবং জস্প্রীত বুমরাও জায়গা পেয়েছেন আইসিসির বর্ষসেরা টেস্ট দলে। গত বছর ব্যাট হাতে ৫২৭ রান করার পাশাপাশি বল হাতে ৪৮টি উইকেট নিয়েছে জাদেজা। আর বুমরা বল হাতে ১৪.৯২ গড়ে নিয়েছেন মোট ৭১ উইকেট।

এদিকে বর্ষসেরা টেস্ট দলে ওপেনার হিসেবে জয়সোয়ালের সঙ্গী বেন ডাকেট। ইংলিশ এই ওপেনার গত বছর তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন, করেছেন ১১৪৯ রান। ডাকেটের পরই আছেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন ও জো রুট। এছাড়া ইংল্যান্ডের হ্যারি ব্রুক, শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস, ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার জেমি স্মিথও জায়গা পেয়েছেন বর্ষসেরা একাদশে। পেসারদের মধ্যে কামিন্স, বুমরা ছাড়াও জায়গা পেয়েছেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি।

২০২৪ সালের আইসিসি বর্ষসেরা টেস্ট দল: যশস্বী জয়সওয়াল (ভারত), বেন ডাকেট (ইংল্যান্ড), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড), জো রুট (ইংল্যান্ড), হ্যারি ব্রুক (ইংল্যান্ড), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা), জেমি স্মিথ (ইংল্যান্ড) (ইংল্যান্ড), রবীন্দ্র জাদেজা (ভারত), প্যাট কামিন্স (অধিনায়ক) (অস্ট্রেলিয়া), ম্যাট হেনরি (নিউজিল্যান্ড) এবং জসপ্রিত বুমরাহ (ভারত)

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ড্রাগ নিয়ে নিষিদ্ধ রাবাদা
  • বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করেছেন সামিত
  • ম্যাচসেরা হয়েও ১২ লাখ জরিমানা শ্রেয়াস আইয়ারের
  • দ্রুত নির্বাচনের ব্যবস্থা করার দাবি মির্জা ফখরুলের
  • একদিনে দুই জয় বাংলাদেশের
  • এশিয়ান গেমসে থাকছে ক্রিকেট
  • আইপিএলে আসছে বড় পরিবর্তন, টুর্নামেন্ট হতে পারে ৯৪ ম্যাচের
  • ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়লেন তাসকিন
  • Copy link
    URL has been copied successfully!