ধর্ষণের প্রতিবাদে যবিপ্রবিতে মানববন্ধন

সাম্প্রতিক ধর্ষণের ঘটনা বৃদ্ধির প্রতিবাদ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা।
শনিবার (৮ মার্চ) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ধর্ষণ শুধু একটি অপরাধ নয়, এটি মানবতার বিরুদ্ধে এক ভয়ংকর আঘাত। একটা শিশুকে ধর্ষণ করা এটা কোন স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব নয় বরং মানসিক বিকারগ্রস্থরাই এর সঙ্গে জড়িত। আমাদের দেশের সকল রাজনৈতিক দল এবং সংগঠন সবাইকে একত্রিত হয়ে ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সরকারের প্রতি আমাদের স্পষ্ট দাবি জানাতে চাই, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে, বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে, যাতে অপরাধীরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যেতে না পারে, ভিকটিমদের সুরক্ষা ও মানসিক পুনর্বাসনের যথাযথ ব্যবস্থা নিতে হবে, সর্বস্তরে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে যেন সমাজ থেকে এ ধরনের ঘৃণ্য অপরাধ নির্মূল হয়।
শিক্ষার্থীরা আরও বলেন, মাগুরায় আট বছরের শিশু ধর্ষিত হয়েছে যা অত্যন্ত অমানবিক। এসব ধর্ষকদের শাস্তি প্রকাশ্যে বাস্তবায়ন করা না হলে এদের শিক্ষা হবে না। ধর্ষকের শাস্তি ইসলামিক আইনে পাথর নিক্ষেপ এর মাধ্যমে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে হবে।
সম্পর্কিত সংবাদ

অক্টোবর থেকে এমপিও শিক্ষকদের বদলি শুরু
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আগামী অক্টোবর থেকে শুরু হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরেরবিস্তারিত…

গুচ্ছের ‘সি’ ইউনিটে পাসের হার ৬৩.৩৫ শতাংশ
২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশবিস্তারিত…