রাজধানীতে আবাসিক হোটেলে আগুন, নিহত চার

রাজধানীর শাহজাদপুরের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে ঘটনায় ঘটেছে। এ ঘটনায় মৃত্যু হয়েছে চার জনের। সোমবার (৩ মার্চ) দুপুর ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ গণমাধ্যমকে জানান, নিহত সবাই পুরুষ।
তিনি জানান, সোমবার দুপুর ১২টা ১৭ মিনিটের দিকে শাহজাদপুরে ভাটারা এলাকায় হোটেল সৌদিয়া নামের একটি আবাসিক হোটেলে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দুপুর ১টা ৪ মিনিটের দিকে। ছয়তলা হোটেলটি দ্বিতীয় তলায় আগুন লেগেছিল। আগুন নিয়ন্ত্রণের পর ওই আবাসিক হোটেল থেকে চার জনের মরদেহ উদ্ধার করা হয়।
জসিম জানান, নিহত চার জনের মরদেহ ছয়তলা থেকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে এক জনের মরদেহ বাথরুমের ভেতরে, তিন জনের মরদেহ সিঁড়ির গোড়া থেকে উদ্ধার হয়। সিঁড়ির দরজা তালাবদ্ধ ছিলো।
সম্পর্কিত সংবাদ

দেশের রাজনৈতিক পরিবেশ গোছানোই এখন বড় চ্যালেঞ্জ : ড. ইউনূস
দেশের রাজনৈতিক পরিবেশকে ‘সেকেলে’ আখ্যা দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. ইউনূস বলেছেন, ‘আমরাবিস্তারিত…

এপ্রিলে ৫৬৭ সড়ক দুর্ঘটনায় ঝরেছে ৫৮৩ প্রাণ, আহত ১২০২
এক মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের সংখ্যা প্রকাশ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। তারাবিস্তারিত…