পোকো আনছে নতুন ২ ফোন, জানুন দাম ও ফিচার

চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান পোকো নতুন দুই ফোন নিয়ে বাজারে হাজির হচ্ছে। এগুলোর মডেল পোকো এক্স৭ এবং পোকো এক্স৭ প্রো। এক্স সিরিজের এই ফোন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে বাজারে আসার ঘোষণা এলো।

মিড-রেঞ্জ সেগমেন্টে নতুন পোকো এক্স এক্স৭ সিরিজ একটি পারফরম্যান্স-সেন্ট্রিক স্মার্টফোন হতে চলেছে। আগেই এই ফোনের ফিচার এবং দাম সম্পর্কে নিশ্চিত করে জানিয়েছিল। তাহলে দেখে নেওয়া যাক এই ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম।

সম্প্রতি এক্স প্ল্যাটফর্মে ধারাবাহিক ভাবে পোস্ট করে পোকো এক্স৭ এবং পোকো এক্স৭ প্রোর বিষয়ে জানিয়েছিল সংস্থা। উভয় ডিভাইসেই থাকবে কালো এবং হলুদ ডুয়াল টোন কালার। যদিও উভয় ফোনই ডিজাইনের দিক থেকে বেশ আলাদা। আগে যা বলা হয়েছিল যে, পোকো এক্স৭ প্রোতে রয়েছে ভার্টিক্যালি-প্লেসড ডুয়াল ক্যামেরা সেটআপ।

যেখানে পোকো এক্স৭ মডেলে রয়েছে কার্ভড-এজ-সহ স্কোয়ার-শেপড ক্যামেরা মডিউল। এর পাশাপাশি পোকো এক্স৭ প্রোতে মিলবে আয়রন ম্যান এডিশন। যেখানে রিয়ার প্যানেলে দেখা যাবে লাল এবং সোনালি রঙ।

স্পেসিফিকেশনের দিক থেকে পোকো এক্স৭ প্রোতে থাকতে চলেছে নতুন মিডিয়াটেক ডায়মেনসিটি ৮৩০০ আল্ট্রা প্রসেসর। সেই সঙ্গে থাকবে এলপিডিডিআর৫এক্স র‌্যাম এবং ইউএসএস ৪.০ স্টোরেজ। এই স্মার্টফোন চালিত হবে ৬৫৫০ এমএএইচ ব্যাটারি দ্বারা। যা ৯০ ওয়াটস ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই স্মার্টফোনে থাকছে হাইপার ওএস ২.০ আউট অফ দ্য বক্স।

অন্যদিকে, ভ্যানিলা পোকো এক্স৭-এ থাকবে ১.৫কে থ্রিডি কার্ভড অ্যামোলিড ডিসপ্লে। ফলে মিলবে ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ৩০০০ নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস। এতে থাকবে ডুয়াল-ক্যামেরা সেট-আপ। যেখানে থাকবে ওআইএস সাপোর্টসহ ৫০ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা। প্রো ভ্যারিয়েন্টের মতো এতে থাকতে পারে এলপিডিডিআর৫এক্স র‌্যাম এবং ইউএসএস ৪.০ স্টোরেজ।

পোকো এক্স৭ প্রোর দাম হতে পারে ৪০ হাজার টাকার নিচেই।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • এক ফোনে দুইটি হোয়াটসঅ্যাপ চালানোর উপায়
  • দেশে লাইসেন্স পেল স্টারলিংক
  • জিমেইলে হ্যাকারদের হানা, অপরিচিত ই-মেইলের লিংকে ভুলেও ক্লিক করবেন না
  • ইনফিনিক্স আনল নোট ৫০ সিরিজের ফোন
  • ফোনের ক্যামেরা পরিষ্কার করার সঠিক নিয়ম
  • কুবির ভর্তি পরীক্ষা ১৯ ও ২৫ এপ্রিল, মানতে হবে যেসব নির্দেশনা
  • ফেসবুকে ‘পিপল ইউ মে নো’ সাজেশন বন্ধ করবেন যেভাবে
  • এপ্রিল মাসে বাজারে আসছে এসব মডেলের স্মার্টফোন
  • Copy link
    URL has been copied successfully!