বগুড়ায় ‘বিষাক্ত মদ্যপানে’ মৃতের সংখ্যা বেড়ে ৪
বগুড়ায় ‘বিষাক্ত মদ্যপানে’ চিকিৎসাধীন অবস্থায় আরও দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) তারা মারা যান। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে। নিহত দুজন হলেন- আব্দুল মানিক (২৫) ও আব্দুল্লাহেল কাফি (৩০)। এর মধ্যে মানিক দুপুরে এবং কাফি বিকেলে মারা যান।
এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) মারা যান নাছিদুল ইসলাম (২৭) এবং মঙ্গলবার মারা যান মিজানুর রহমান মণ্ডল (৫০) নামে দুজন। এ ঘটনায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন রঞ্জু মিয়া (২৮) নামে আরও এক যুবক।
মৃতরা সবাই শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘গত ২ অক্টোবর সন্ধ্যায় উপজেলার বেলতলা এলাকায় একত্রে কয়েকজন মদপান করেন। এরপরই তারা অসুস্থ হয়ে পড়েন।’
ওসি জানান, ‘প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও অবস্থার অবনতি হলে ৪ অক্টোবর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত চারজন মারা গেছেন।’
তিনি আরও জানান, ‘তবে তারা ঠিক কী ধরনের মদ পান করেছিলেন, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’
এছাড়া নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহগুলো হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।
এদিকে ঘটনাটি এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, তারা নকল বা বিষাক্ত মদ পান করেছিলেন, যা তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তবে প্রশাসন এখনো কোনো তদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি।
সম্পর্কিত সংবাদ
(Untitled)
টাঙ্গাইলের সখীপুরে পিতাকে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৩০ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল সিনিয়রবিস্তারিত…
উত্তরা ইপিজেডের বন্ধ কারখানা চালু হচ্ছে কাল
নীলফামারীর উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোনের (ইপিজেড) অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা সনিক বাংলাদেশ লিমিটেড কারখানা খুলছেবিস্তারিত…
