কম্পিউটেক্স ২০২৫ প্রদর্শনীতে গেমিং ও এআই নিয়ে আসুসের অংশগ্রহণ

বিশ্বের অন্যতম বৃহৎ এবং প্রভাবশালী প্রযুক্তিপণ্যের প্রদর্শনী কম্পিউটেক্স ২০২৫ এর আসরে আসুস এবং রিপাবলিক অব গেমারস (আরওজি) অংশ নিচ্ছে। তাইওয়ানের তাইপেতে আজ থেকে শুরু হওয়া এই প্রদর্মনী চলবে ২৩ মে পর্যন্ত।

এবারের মূল থিম ‘সর্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা। অসীম সম্ভাবনার সূচনা।’ প্রদর্শনীতে আসুস তুলে ধরছে কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) আমাদের দৈনন্দিন জীবনে পরিবর্তন আনছে। প্রযুক্তির বিভিন্ন স্তর, বিশেষ করে অবকাঠামো, অ্যাপ্লিকেশন এবং স্মার্ট ডিভাইসে ব্যাপক পরিবর্তন আসছে।

কম্পিউটেক্স ২০২৫-এর আসরে আসুসের বুথে দর্শকরা দেখতে পারছেন কীভাবে এআই প্রযুক্তি আমাদের জীবন ও কাজকে আরো সহজ ও কার্যকর করে তোলে হচ্ছে। দেখানো হচ্ছে অফিসের উৎপাদনশীলতা বাড়ানো থেকে শুরু করে স্বাস্থ্যসেবায় কাস্টমাইজড সলিউশন, কিংবা সাধারণ ব্যবহারকারীর জন্য আরও সহজ কোনো প্রযুক্তি কিভাবে কাজ করছে। আসুসের লক্ষ্য হচ্ছে এই উদ্ভাবনগুলোকে সবার ব্যবহারযোগ্য, টেকসই এবং অর্থবহ করে তোলা।

এদিকে আরওজি, যেটি আসুসের গেমিংভিত্তিক সাব-ব্র্যান্ড, প্রদর্শনীতে আরওজি ল্যাব আছে। যেখানে থাকছে নতুন প্রজন্মের গেমিং ল্যাপটপ, গ্রাফিক্স কার্ড, মাদারবোর্ড, মনিটর ও অন্যান্য গেমিং গিয়ার।

প্রতিটি ডিভাইসেই আছে এআই দ্বারা শক্তিশালী কর্মক্ষমতা এবং আধুনিক ডিজাইনের সমন্বয়। দর্শকরা রিয়েল-টাইম ডেমোর মাধ্যমে উপলব্ধি করতে পারবেন কীভাবে আরওজি ভবিষ্যতের গেমিং অভিজ্ঞতাকে আরও বাস্তবমুখী এবং উপভোগ্য করে তুলছে।

কম্পিউটেক্স প্রতি বছর তাইপেইতে অনুষ্ঠিত হয়, এটি প্রযুক্তি জগতের অন্যতম বড় আয়োজন। এ বছরের থিম “এআই নেক্সট”, যেখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স, পরবর্তী প্রজন্মের প্রযুক্তি, এবং ফিউচার মোবিলিটি-র উপর। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ভাবক, প্রযুক্তিপ্রেমী এবং মিডিয়া এখানে সমবেত হন ভবিষ্যতের প্রযুক্তিকে কাছ থেকে দেখার জন্য।

প্রযুক্তির দুনিয়া যেভাবে দ্রুত বদলাচ্ছে, তাতে -এর এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ তাদের ভবিষ্যতমুখী উদ্ভাবন এবং প্রতিশ্রুতির প্রতিফলন। যারা প্রযুক্তির প্রতি আগ্রহী, তাদের জন্য এই প্রদর্শনী হবে এক দারুণ সুযোগ — নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার এবং জানতে পারার, কীভাবে এই উদ্ভাবনগুলো ভবিষ্যতে আমাদের দৈনন্দিন জীবনে জায়গা করে নেবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • জিমেইল হ্যাক হলে অ্যাকাউন্ট ফিরে পাবার উপায়
  • ১৭ মে থেকে বিটিআরসির বাধ্যতামূলক ই-লাইসেন্স ব্যবস্থা চালু
  • মটোরোলার এই ফোনে পাবেন ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
  • এক ফোনে দুইটি হোয়াটসঅ্যাপ চালানোর উপায়
  • দেশে লাইসেন্স পেল স্টারলিংক
  • জিমেইলে হ্যাকারদের হানা, অপরিচিত ই-মেইলের লিংকে ভুলেও ক্লিক করবেন না
  • ইনফিনিক্স আনল নোট ৫০ সিরিজের ফোন
  • Copy link
    URL has been copied successfully!