রজনীকান্তের ‘জেলার’ ছবির অভিনেতা গ্রেফতার

দক্ষিণী চলচ্চিত্রের খলঅভিনেতা বিনায়কন আবারও বিতর্কে জড়ালেন। সম্প্রতি কেরালার একটি হোটেলে নেশাগ্রস্ত অবস্থায় অনিয়ন্ত্রিত আচরণের জন্য অভিনেতাকে গ্রেফতার করেছে কেরালা থানার পুলিশ। গ্রেফতারের কয়েক ঘন্টা পর থানা থেকেই তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২ মে থেকে একটি সিনেমার শুটিংয়ের জন্য কেরালার ওই হোটেলে অবস্থান করছিলেন অভিনেতা। গতকাল বৃহস্পতিবার (৮ মে) হোটেল থেকে বের হওয়ার সময় তিনি অস্বাভাবিক আচরণ শুরু করেন। তখনই হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।

পুলিশ এসে তাকে প্রথমে চিকিৎসার জন্য নিয়ে যায়, তারপর থানায় নিয়ে যায়। কেরালা থানার পুলিশ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘অভিনেতা বিনায়কন নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং পুলিশসহ সবার সঙ্গে চেঁচামেচি করছিলেন।’

সিসি টিভির ফুটেজে দেখা গেছে, অভিনেতাকে থানায় নেওয়া হলে সেখানেও পুলিশ সদস্যদের সঙ্গে বিবাদে জড়ান। কেরালা পুলিশ অ্যাক্টের ১১৮(এ) ধারায় অভিনেতার বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় জনসমক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়।

পরে অবশ্য বিনায়কনের এক সহযোগী জিম্মাদার হওয়ায় অভিনেতাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

বলে রাখা ভালো, নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও খলনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন মালায়ালাম-তামিল অভিনেতা বিনায়কন। এর আগেও মদ্যপ অবস্থায় হইচই করার অপরাধে হায়দরাবাদ এয়ারপোর্ট থেকে গ্রেফতার করা হয়েছিল এই অভিনেতাকে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ‘জংলি’ এবার পাকিস্তানে মুক্তি পাচ্ছে
  • বিয়ের পাঁচ মাসের মাথায় মা হতে চলেছেন শোভিতা
  • ফলোয়ার্স না বাড়ায় আত্মঘাতী সিদ্ধান্ত কনটেন্ট ক্রিয়েটরের
  • ফের অভিনয়ে জেফার-প্রীতম
  • প্রেমিকাকে নিয়ে প্রাক্তন স্ত্রীর বাড়িতে গেলেন আমির খান
  • পূর্ণিমা ফিরলেন বিচারক হয়ে
  • যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সপ্তাহেও ঝড় তুলছে ‘বরবাদ’
  • Copy link
    URL has been copied successfully!