ফের অভিনয়ে জেফার-প্রীতম

‘কাছের মানুষ দূরে থুইয়া’ও ‘ঘুমপরী’ওয়েব সিনেমায় তুমুল জনপ্রিয়তার পর দর্শকদের আরও একবার ভালোবাসায় বাঁধতে যাচ্ছেন প্রীতম হাসান। ভালোবাসা আর মায়ায় জড়ানো এক গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে ওয়েব ফিল্ম ‘তুমি আমি শুধু’।
এতে প্রথমবারের মতো প্রীতমের বিপরীতে অভিনয় করবেন হালের জনপ্রিয় গায়িকা জেফার রহমান। সম্প্রতি এ গায়িকা নিজের নামের পাশে যুক্ত করেছেন অভিনেত্রী তকমা। ‘লাস্ট ডিফেন্ডারস অব মনোগামী’ও ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’ দুইটা ওয়েব ফিল্মে অভিনয় দিয়ে দর্শকদের কাছে অভিনেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন।
জানা গেছে, আগামী ৪ মে ঢাকাতে শুরু হচ্ছে ওয়েব ফিল্মটির শুটিং। রাজধানী ঢাকা ছাড়াও কক্সবাজারের বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ন হবে। আসছে কোরবানি ঈদে মুক্তির লক্ষ্যে কাজ চলছে ফিল্মটির।
বিঞ্জের ওয়েব ফিল্মটি নির্মাণ করছেন পরিচালক শিহাব শাহীন। গণমাধ্যমে তিনি বলেন, ‘এই প্রজেক্টটি দুই বছর আগে চূড়ান্ত করা। তখন জেফার অভিনয়ে আসেনি। চিন্তা ছিল এই প্রজেক্টের মধ্য দিয়ে তাকে লঞ্চ করার। অন্যান্য প্রজেক্টের কারণে এটা পিছিয়ে গেল, আর ওদিকে জেফারও কিছু প্রজেক্ট করল। প্রীতম এবং জেফারকে নিয়ে একটা নতুন জুটি তৈরি করার পরিকল্পনা থেকেই তাদের দুজনকে কাস্ট করা।’
নির্মাতা শিহাব শাহীন আরও জানান, দর্শক নতুন কিছুই পাবে এখানে। কাস্টিংয়ে আরো কিছু চমকও রয়েছে।
এদিকে এবার ঈদে মুক্তিপ্রাপ্ত ‘দাগি’ সিনেমা নির্মাণ করে দেশ ও দেশের বাইরে প্রশংসা কুড়াচ্ছেন শিহাব শাহীন।
সম্পর্কিত সংবাদ

ফলোয়ার্স না বাড়ায় আত্মঘাতী সিদ্ধান্ত কনটেন্ট ক্রিয়েটরের
গত ২৪ এপ্রিল মৃত্যু হয় ভারতের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মিশা আগরওয়ালের। পরের দিন অর্থাৎ ২৫বিস্তারিত…

প্রেমিকাকে নিয়ে প্রাক্তন স্ত্রীর বাড়িতে গেলেন আমির খান
বলিউড অভিনেতা আমির খান তার প্রথম স্ত্রী রীনার সঙ্গে বিচ্ছেদ হয়ে যাওয়ার পর দু’জনের জীবনেরবিস্তারিত…