‘নিশানের ফাঁসি’ চেয়ে সিনেমা হলে মিছিল

এবারের ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অভিনেতা আফরান নিশোর ‘দাগি’ সিনেমা। মুক্তির পরপরই ছবিটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছে।

বিশেষ করে নিশো ভক্তরা দুই বছর পর অভিনেতাকে আবারও বড় পর্দায় পেয়ে নানা আয়োজনে বরণ করে নিয়েছেন।

এবার দাগি ঘিরে তৈরি হওয়া সেই উন্মাদনার বহিঃপ্রকাশ ঘটলো ভিন্ন এক আয়োজনে। শতাধিক নিশো ভক্ত এক ব্যতিক্রমী আয়োজনে অংশ নিয়ে সবাইকে চমকে দিয়েছেন।

শনিবার বিকেলে রাজধানীর এসকেএস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে হাজির হন তারা। সিনেমা শুরুর আগে ‘দাগি’ সিনেমার ব্যানার হাতে এবং ‘নিশানের ফাঁসি চাই’ স্লোগান দিতে দিতে র‍্যালি করে তারা প্রবেশ করেন প্রেক্ষাগৃহে।

এ সময় ভক্তদের পরনে ছিল ‘দাগি’ সিনেমায় ব্যবহৃত ৭৮৬ লেখা পোশাক, যা সিনেমার একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠেছে।

এই অভিনব আয়োজনে মুগ্ধ ‘দাগি’ সিনেমার নির্মাতা ও কলাকুশলীরা। ভক্তদের এমন ভালোবাসায় আবেগাপ্লুত সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল।

তিনি বলেন, “আফরান নিশো বাংলাদেশের অন্যতম বড় তারকা। তার জন্য দর্শকদের উন্মাদনা থাকবে এটাই স্বাভাবিক। তবে এমন ব্যতিক্রমী আয়োজন আমরা একেবারেই কল্পনা করিনি। যখন জানলাম, তখনই সিনেমার টিম থেকে অনেকে তাদের সঙ্গে দেখা করতে ছুটে যান। এমন ভালোবাসা সত্যিই আমাদের কাজের বড় অনুপ্রেরণা।”

শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’ সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু প্রমুখ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • প্রেমিকাকে নিয়ে প্রাক্তন স্ত্রীর বাড়িতে গেলেন আমির খান
  • পূর্ণিমা ফিরলেন বিচারক হয়ে
  • যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সপ্তাহেও ঝড় তুলছে ‘বরবাদ’
  • কাশ্মীরে হামলা, পোস্ট করে কটাক্ষের শিকার অমিতাভ বচ্চন
  • ডক্টরেট উপাধি ও স্বর্ণপদক পেলেন অভিনেত্রী পায়েল
  • ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি শিল্পী নিহত
  • ফের সালমানকে প্রাণনাশের হুমকি
  • Copy link
    URL has been copied successfully!