আত্মহত্যা করেছেন মার্কিন অভিনেত্রী পামেলা বাখ

আত্মহত্যা করেছেন মার্কিন অভিনেত্রী পামেলা বাখ। তিনি জনপ্রিয় টিভি সিরিজ‘ নাইট রাইডার’ অভিনেত্রী হিসেবে অধিক পরিচিত। স্থানীয় সময় ৫ মার্চ তার নিজ বাসা থেকে তাকে মৃত উদ্ধার করা হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৬২ বছর। আত্মহত্যার খবরটি নিশ্চিত করেছে সেলিব্রেটি গসিপ সাইট টিএমজেড।
আইন প্রয়োগকারী সূত্রের বরাত দিয়ে টিএমজেড জানিয়েছে, পামেলার পরিবার তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েছিল। পরে তারা পামেলার হলিউড হিলসের বাড়িতে গিয়ে দরজা তালাবদ্ধ দেখতে পান এবং সেখানে তাকে মৃত অবস্থায় খুঁজে পান।
সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছে , ৫ মার্চ রাত ১০টার পর প্যারামেডিকের একটি টিম তার বাড়িতে পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছে তাকে গুলিবিদ্ধ অবস্থায় পায় মেডিকেল টিম। তবে সেখান থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার করা যায়নি।
লস অ্যাঞ্জেলেস মেডিকেল অফিস জানিয়েছে, পামেলা আত্মহত্যা করেছেন।
এই অভিনেত্রী ১৯৮৯ সালে ডেভিড হ্যাসেলহফের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে ২০০৬ সালে তাদের সংসার ভেঙে যায়। তাদের দুই সন্তান রয়েছে।
পামেলার আত্মহত্যার খবরে শোকা প্রকাশ করেছেন প্রাক্তন স্বামী ডেভিড।
পামেলা বাখ ১৯৬২ সালে ওকলাহোমার টুলসায় জন্মগ্রহণ করেন। ১৯৭০ সালে শিশুশিল্পী হিসেবে তার অভিনয় জীবন শুরু।
সম্পর্কিত সংবাদ

বিয়ের পাঁচ মাসের মাথায় মা হতে চলেছেন শোভিতা
চলতি বছরের জানুয়ারি মাসে অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে বিয়ে করেন অভিনেতা নাগা চৈতন্য। তাদের নিয়ে বিতর্কবিস্তারিত…

ফলোয়ার্স না বাড়ায় আত্মঘাতী সিদ্ধান্ত কনটেন্ট ক্রিয়েটরের
গত ২৪ এপ্রিল মৃত্যু হয় ভারতের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর মিশা আগরওয়ালের। পরের দিন অর্থাৎ ২৫বিস্তারিত…