যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হত্যাকারী নিহত

যশোরের চৌগাছায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে রফিকুল ইসলাম (৪৫) নামে এক মুদি দোকানদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে গণপিটুনিতে নিহত হয়েছেন হামলাকারী আব্দুল আলিম পলাশ (৩৫)। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সলুয়া কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের জগহাটি গ্রামের তবজেল মল্লিকের ছেলে। তিনি পেশায় মুদি দোকানদার ছিলেন। অপর নিহত আব্দুল আলিম পলাশ একই গ্রামের হজরত আলীর ছেলে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আবুল বাশার জানিয়েছেন, রফিকুল ও পলাশের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে গত দুই বছর ধরে দ্বন্দ্ব চলছিল। ঘটনার দিন বিকেলে রফিকুল ইসলাম বাইসাইকেলযোগে বাড়ি থেকে দোকানে যাওয়ার পথে সলুয়া কলেজের সামনে পৌঁছালে পূর্বশত্রুতার জেরে পলাশ অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো হাঁসুয়া দিয়ে রফিকুলের মাথা ও মুখমণ্ডলে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পলাশ।

আহত অবস্থায় রফিকুল ঘটনাস্থলে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। তবে ঢাকায় নেওয়ার পথে নড়াইল এলাকায় পৌঁছালে তিনি মারা যান।

এদিকে রফিকুলের ওপর হামলার ঘটনায় তার স্বজন ও স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে হামলাকারী পলাশকে ঘিরে ধরে গণপিটুনি দেন।

আবুল বাশার জানান, খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকেই উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনেন। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে পলাশকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • নওগাঁয় নদী থেকে মরদেহ উদ্ধার
  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে নারী ও শিশুসহ ১৭ জনকে পুশ ইন
  • রূপসা নদীতে নিখোঁজের ৩দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
  • ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের তিনজনের মৃত্যু
  • খুলনায় নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার
  • চাঁদপুরে বাসচাপায় কলেজছাত্রী নিহত
  • মণিরামপুরে প্রকাশ্যে গুলি করে হত্যা, এলাকায় আতঙ্ক
  • Copy link
    URL has been copied successfully!