নড়াইলে গলায় ফাঁস নিয়ে গৃহবধূর আত্মহত্যা
নড়াইলের লোহাগড়া উপজেলায় গলায় ফাঁস নিয়ে মেহনাজ খানম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলাহাটা গ্রামে তার বাবার বাড়িতে এ ঘটনা ঘটে।
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মেহনাজ খানম উপজেলার মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলাহাটা গ্রামের ইলিয়াস শেখের মেয়ে। পার্শ্ববর্তী এলাকায় তার বিবাহ হলেও তিনি একমাত্র সন্তানসহ তার বাবার বাড়িতে থাকতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মেহনাজ নামে ওই গৃহবধূ বাবার বাড়িতে পরিবারের লোকজনের অগোচরে নিজ ঘরে ফ্যানের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। কিছু সময় পর তাকে দেখতে না পেয়ে স্বজনরা তার ঘরে গিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে সে আত্মহত্যা করেছেন সে ব্যাপারে পরিবারের লোকজন কোনো কথা বলতে রাজি হয়নি।
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
মির্জাগঞ্জে কৃষক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
পটুয়াখালীর মির্জাগঞ্জে আলোচিত কৃষক দুলাল মল্লিক (৬০) হত্যা মামলার প্রধান আসামি মো. মহারাজ খানকে (৪৭)বিস্তারিত…
যশোরে মুদি দোকানিকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হত্যাকারী নিহত
যশোরের চৌগাছায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে রফিকুল ইসলাম (৪৫) নামে এক মুদি দোকানদারকে কুপিয়ে হত্যাবিস্তারিত…
