সিম ছাড়াই কথা বলার সুবিধার এই ফোনের দাম কমাল অপো

বছরের শুরুতেই স্মার্টফোন ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার নিয়ে এলো চীনা প্রযুক্তি কোম্পানি অপো। কোম্পানিটি তাদের অপো এথ্রিএক্স মডেলের স্মার্টফোনের দাম কমিয়েছে। বিকনলিংক ফিচারযুক্ত এই স্মার্টফোনের দাম ১৬ হাজার ৯৯০ টাকা থেকে কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৯০ টাকা।
অপো এথ্রিএক্সের সবচেয়ে আকর্ষণীয় ফিচার হচ্ছে বিকনলিংক। এই ফিচারের মাধ্যমে ফোনটির ব্যবহারকারী কোন নেটওয়ার্ক বা ইন্টারনেট ছাড়াই ফ্রি কল করতে পারবেন। অর্থাৎ আপনি যদি মোবাইল সিগন্যাল না পান অথবা ইন্টারনেট সংযোগে সমস্যা হয় তখন বিকনলিংক ফিচার ব্যবহার করে কাছাকাছি দূরত্বে ভয়েস কল দেয়া যাবে। ব্লটুথ ব্যবহার করে স্বল্প দূরত্বের মধ্যে ভয়েস কল তৈরি করে বিকনলিংক।
এই অপো এথ্রিএক্স স্মার্টফোনটি মলিটারি গ্রেড শক রেসিসট্যান্স সক্ষমতাযুক্ত। ফলে যে কোন সামান্য আঘাতে সাধারন ফোনের মতো এটি ভেঙে যাবে না নষ্ট হবে না। এছাড়াও রয়েছে স্প্ল্যাশ টাচ (আইপি৫৪ রেটিং)। এই স্প্ল্যাশ টাচের সুবাদে ফোনটি ধুলা-বালি ও পানির ছিটা থেকেও সুরক্ষিত থাকবে। ফোনটি দ্রুত চার্জ হতে অপো এথ্রিএক্সে ব্যবহার করা হয়েছে ৪৫ডব্লিউ ফ্লাশ চার্জ প্রযুক্তি।
অপো বাংলাদেশের অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং বলেছেন, ভক্তদের জন্য নতুন বছর অবিস্মরণীয়ভাবে শুরু করতে অপো প্রতিশ্রুতি। বিকনলিংক ফিচারযুক্ত অপো এথ্রিএক্স উন্মোচন করে আমরা যেকোন পরিস্থিতিতে যোগাযোগকে আরো সহজ করে তুলেছি। একটি উন্নত বিশ্ব রচনায় সহায়তা করতে ব্যবহারকারীরর ফিঙ্গারটিপসে নতুনত্ব নিয়ে আসা হবে।
সম্পর্কিত সংবাদ

জিমেইল হ্যাক হলে অ্যাকাউন্ট ফিরে পাবার উপায়
আজকের ডিজিটাল যুগে জিমেইল অ্যাকাউন্ট শুধুমাত্র ই-মেইলের জন্য নয়, এটি আপনার ব্যক্তিগত চ্যাট, গুরুত্বপূর্ণ নথি,বিস্তারিত…

১৭ মে থেকে বিটিআরসির বাধ্যতামূলক ই-লাইসেন্স ব্যবস্থা চালু
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) তাদের লাইসেন্স প্রদান সংক্রান্ত কার্যক্রমকে ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তরের ঘোষণা দিয়েছে।বিস্তারিত…