সৌদির রাষ্ট্রদূত হলেন মোহাম্মদ দেলোয়ার হোসেন

সৌদি আরবে বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ এর কাছে পরিচয়পত্র পেশ করেছেন। এ সময় সৌদি পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে মহাপরিচালক (প্রটোকল) আলী আস সাহরী রিয়াদে পরিচয়পত্রের কপি গ্রহণ করেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে গ্রহণ করায় সৌদি বাদশাহ এবং সৌদি যুবরাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দেলোয়ার। এ সময় মহাপরিচালক (প্রটোকল) রাষ্ট্রদূতকে সাদরে গ্রহণ করেন এবং রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালনের সময় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
ভবিষ্যতে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেন নবনিযুক্ত রাষ্ট্রদূত। এ সময় দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে মিলিত হন তিনি।
কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভার শুরুতেই স্মরণ করেন মুক্তিযুদ্ধের লাখোও শহিদ এবং গত জুলাই-আগস্ট অভ্যুত্থানে নিহত সব শহিদের প্রতি। তিনি এই পরিবর্তিত বাংলাদেশে জন আকাঙ্খার প্রতি শ্রদ্ধা জানিয়ে সব কর্মকর্তা ও কর্মচারীদের দূতাবাসের কাজে আত্মনিয়োগ ও এর গুণগত মান উন্নয়নের আহ্বান জানান।
মোহাম্মদ দেলোয়ার হোসেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের ১৬তম রাষ্ট্রদূত। রিয়াদ দূতাবাসে দায়িত্ব গ্রহণের আগে তিনি দক্ষিণ কোরিয়াতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
সম্পর্কিত সংবাদ

গুজরাটে প্রবল বৃষ্টিতে অন্তত ১৪ জনের মৃত্যু
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে প্রাক-মৌসুমি ভারি বৃষ্টিপাতে অন্তত ১৪ জনের প্রাণহানি ঘটেছে। রাজ্যজুড়ে গত দু’দিনেরবিস্তারিত…

পাকিস্তান-ভারত বিরোধ নিয়ে যে বার্তা দিলো রাশিয়া
এবার কাশ্মীর নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে কথা বলেছেন। তিনিবিস্তারিত…