চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে এলো ভারতীয় জাহাজ

ভারত থেকে সরকারি উদ্যোগে আমদানি করা চালের প্রথম চালান নিয়ে বুধবার বিকেলে চট্টগ্রাম বন্দর জলসীমায় পৌঁছেছে একটি জাহাজ। আগামীকাল বৃহস্পতিবার জাহাজটি থেকে চাল খালাস শুরু হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে বন্দর সূত্র জানায়, এমভি টানিস ড্রিম নামের জাহাজে ২৪ হাজার ৬৯০ টন চাল আমদানি করা হয়েছে। আগামীকাল সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরের ৯ নম্বর জেটিতে জাহাজ ভিড়ানোর পর চাল খালাস শুরু হবে।
খাদ্য বিভাগের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞান প্রিয় বিদূর্শী চাকমা বলেন, সরকারি উদ্যোগে প্রতিযোগিতামূলক দরপত্রে চাল কেনার প্রক্রিয়া চলছে। এ প্রক্রিয়ার অংশ হিসেবে অন্তর্বর্তী সরকারের সময়ে ভারত থেকে প্রথম চালানটি এলো আজ। পর্যায়ক্রমে আরও চাল আসবে বন্দরে।
এমভি টানিস জাহাজের স্থানীয় প্রতিনিধি সেভেন সিজ শিপিং লাইনসের কর্ণধার মো. আলী আকবর বলেন, ভারতের কাকিনাদা বন্দর থেকে যাত্রা করা জাহাজটি আজ বিকেলে চট্টগ্রাম বন্দর জলসীমায় পৌঁছেছে। অন্তর্বর্তী সরকারের সময়ে বন্দরে কোনো চালের জাহাজ এই প্রথম এলো।
সম্পর্কিত সংবাদ

দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
রেকর্ড বৃদ্ধির পরের দিনই দেশের বাজারে কমতে শুরু করেছে স্বর্ণের দামে। এবার ভরিতে তিন হাজারবিস্তারিত…

এক বছরে এজেন্ট ব্যাংকিংয়ের হিসাব বেড়েছে ২৫ লাখ
দেশের প্রান্তিক পর্যায়ের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল এজেন্ট ব্যাংকিং। যতবিস্তারিত…