আমির খানের বিরুদ্ধে চুরির অভিযোগ!

সম্প্রতি অন্তর্জালে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা আমির খানের আসন্ন সিনেমা ‘সিতারে জামিন পার’-এর ট্রেলার। প্রথম ঝলক মুক্তির পর থেকেই তোপের মুখে অভিনেতা। কাশ্মীর ইস্যুতে মুক্তি প্রতীক্ষিত সিনেমা বয়কটের ডাক দিয়েছেন দেশটির নাগরিকরা। এবার অভিনেতার বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ উঠেছে।
আসন্ন সিনেমায় বাস্কেটবল কোচের চরিত্রে অভিনয় করেছেন আমির খান। ‘তারে জামিন পার’- এর সিক্যুয়েলের ট্রেলার মন জয় করেছে নেটিজেনদের। প্রথম ঝলকে দেখা গেছে একদিন হঠাৎ করে পুলিশের গাড়িতে ধাক্কা দেওয়ায় আইনি জটিলতায় পড়েন অভিনেতা। ওই অপরাধের জন্য তাকে শাস্তি হিসেবে এক দল বুদ্ধিবৃত্তিক ভাবে বিশেষ ক্ষমতাসম্পন্ন কিশোরদের বাস্কেটবল প্রশিক্ষকের দায়িত্ব নেওয়ার নির্দেশনা দেয় আদালত।
ঠিক একই চিত্রনাট্যে ২০২৩ সালে মুক্তি পায় হলিউড ছবি ‘চ্যাম্পিয়নস’। ওই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যায় উডি হ্যারেলসনকে। তবে আমিরের ‘সিতারে জামিন পার’ ছবির প্রথম ঝলক সমালোচনার ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। হলিউড ছবির দৃশ্য চুরির অভিযোগ তুলেছেন সমালোচকরা।
অন্তর্জালে ট্রেলার মুক্তির পর মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘বলিউড কী? এ হলো এমন এক শিল্পক্ষেত্র যেখানে মৌলিকতা ছুটি কাটাতে গেছে। এ হলো এক ‘রিমিক্স’-এর কারখানা। হলিউড বা দক্ষিণী থেকে চিত্রনাট্য নিয়ে ৬টি অযথা গান যোগ করে দেওয়া হয়।’
সমালোচনার মুখে আমির পাশে দাঁড়িয়েছেন অনুরাগীরা। তারা পাল্টা জবাবে বলেছেন, ‘হলিউডে ‘চ্যাম্পিয়ন’-ও একটি নকল ছবি। ২০১৮ সালে মুক্তি প্রাপ্ত স্প্যানিশ ছবি ‘ক্যাম্পেয়নস’-এরই ইংরেজি সংস্করণ। অন্য একজন লিখেছেন, ‘আমির খানের প্রযোজনা সংস্থা ‘কাম্পেয়োনেস’-এর হিন্দি সংস্করণ তৈরির আইনি স্বত্ব নিয়েই ‘সিতারে জামিন পার’ নির্মাণ করেছেন।’
যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি প্রযোজনা সংস্থাটি।
সম্পর্কিত সংবাদ

ঘূর্ণিঝড়ের কবলে হানিফ সংকেতের ‘ইত্যাদি’
বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর ঝিনাইদহে।বিস্তারিত…

বাইফা অ্যাওয়ার্ড পেলেন তানিয়া আফরিন
দেশের অন্যতম বৃহত্তর অ্যাওয়ার্ড অনুষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম এন্ড আর্টস (বাইফা)’। গতকাল এর চতুর্থবিস্তারিত…