যুদ্ধ বন্ধে রাজি নেতানিয়াহু, দিলেন যেসব শর্ত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে রাজি আছেন বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু কয়েকটি শর্ত জুড়ে দিয়েছেন। তিনি বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতি চাইলে হামাসের সব সদস্যকে গাজা ছেড়ে চলে যেতে হবে এবং গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে হবে। তার এ শর্তের জবাবে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি হামাস।

নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব অথবা স্থায়ী যুদ্ধবিরতি— দুটিতেই তিনি রাজি আছেন। উইটকোফের প্রস্তাব অনুযায়ী, গাজায় ৪৫ দিনের যুদ্ধবিরতি হবে। এই সময়ে হামাস ১০ জিম্মিকে মুক্তি দেবে। অপরদিকে ইসরায়েল নির্দিষ্ট ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। যুদ্ধবিরতি চলাকালীন সময়ে স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে।

অন্যদিকে স্থায়ী যুদ্ধবিরতি হলে হামাস সব জিম্মিকে একসঙ্গে মুক্তি দেবে। তবে দখলদার নেতানিয়াহু বলেছেন, স্থায়ী যুদ্ধবিরতি চাইলে হামাসকে গাজার নিয়ন্ত্রণ ছাড়তে হবে এবং উপত্যকাটি অস্ত্রমুক্ত হতে হবে।

রোববার (১৮ মে) এক বিবৃতিতে নেতানিয়াহুর দপ্তর এ ব্যাপারে বলেছে, “প্রধানমন্ত্রীর নির্দেশনায় আলোচনাকারী দল কাতারের দোহায় যুদ্ধবিরতি চুক্তির সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছে— হোক সেটি উইটকোফের প্রস্তাব অথবা যুদ্ধ সম্পূর্ণ বন্ধ করার কাঠামোতে। যারমধ্যে থাকবে সব জিম্মির মুক্তি, গাজা থেকে হামাসের নির্বাসন এবং গাজাকে নিরস্ত্রীকরণ।”

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, নেতানিয়াহু এর আগে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। কিন্তু এখন তার অবস্থানে পরিবর্তন দেখা যাচ্ছে।

তবে হামাস এই দখলদারের প্রস্তাব মানবে কি না সেটি দেখার বিষয়। এর আগে সশস্ত্র এ গোষ্ঠীটি বলেছিল, যতদিন ইসরায়েলের দখলদারিত্ব থাকবে ততদিন তাদের হাতে অস্ত্র থাকবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।
সূত্র: টাইমস অব ইসরায়েল

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • অ্যাপলের জিনিস আর ভারতে বানাবেন না: ট্রাম্প
  • চাদে বিমান বিধ্বস্তে প্রাণহানি
  • তৃতীয় পক্ষ ছাড়াই বৃহস্পতিবার ইউক্রেন-রাশিয়া বৈঠক
  • অপারেশন সিঁদুর: রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি
  • যুদ্ধবিরতির অনুরোধ করেছে ভারত, দাবি পাকিস্তানের
  • আফগানিস্তানে নিষিদ্ধ হলো দাবা
  • যুদ্ধবিরতির মধ্যেই ভারতীয় সেনাপ্রধানের নতুন নির্দেশনা
  • Copy link
    URL has been copied successfully!