অ্যাপলের জিনিস আর ভারতে বানাবেন না: ট্রাম্প

ভারতে আর অ্যাপলের জিনিস উৎপাদন না-করার জন্য অ্যাপল প্রধান টিম কুককে প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় নিজেই এ কথা জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানান তিনি অ্যাপল কর্তাকে বলেছেন, আমি শুনছি আপনি ভারতে জিনিস উৎপাদন করছেন। আমি চাই না আপনি ভারতে জিনিস উৎপাদন করুন।

ট্রাম্প এ-ও জানান, ভারত নিজে নিজেরটা বুঝে নিতে পারবে এবং ভারত বেশ ভাল ভাবেই চলছে।

অ্যাপলের বিভিন্ন জিনিস যেমন, আইফোন, আইপ্যাড, ম্যাকবুক, ইয়ারপড ভারতে তৈরি হয়। এই জিনিসগুলি অ্যাপল ভারতে উৎপাদন করা বন্ধ করে দিলে ভিন দেশ থেকে সেগুলির আমদানি করতে হবে।

এমন পরিস্থিতিতে আইফোন-সহ অ্যাপ‌্‌লের অন্য জিনিসগুলির দাম ভারতীয় বাজারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য, বুধবারই কুকের সঙ্গে তার কথা হয়েছে। ট্রাম্পের কথায় তিনি অ্যাপল কর্তাকে বলেছেন, আপনি যদি ভারতের দেখভাল করতে চান, তা হলে সে দেশে জিনিস বানাতে পারেন। কারণ, বিশ্বের সবচেয়ে চড়া হারে শুল্ক নেওয়া দেশগুলির মধ্যে একটি ভারত। তাই ভারতে জিনিসপত্র বিক্রি করা খুব কঠিন।

ভারতে অ্যাপলের জিনিস তৈরি বন্ধ করার কথা বলার সময়ে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির প্রসঙ্গও উঠে আসে ট্রাম্পের মুখে।

তার দাবি, ভারত থেকে শুল্কমুক্ত বাণিজ্যচুক্তির প্রস্তাব পেয়েছিল আমেরিকা! মার্কিন প্রেসিডেন্ট বলেন, ওরা (ভারত) আমাদের আক্ষরিক অর্থেই শুল্কমুক্ত বাণিজ্যচুক্তির প্রস্তাব দিয়েছিল।

আমি টিমকে বলেছি, আমরা আপনাদের সঙ্গে ভালই ব্যবহার করছি। বছরের পর বছর ধরে আপনারা চীনে যে উৎপাদনকেন্দ্র তৈরি করেছেন, তা আমরা সহ্য করেছি। কিন্তু আপনারা ভারতে যে কারখানা তৈরি করছেন, তাতে আমরা আগ্রহী নই। ভারত নিজেই নিজেদের খেয়াল রাখতে পারে।

যদিও ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষিতে ভারতের তরফে এখন পর্যন্ত সরকারি ভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভারত এবং আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে ইতিমধ্যে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • সরাসরি আলোচনায় বসেছে রাশিয়া-ইউক্রেন
  • চাদে বিমান বিধ্বস্তে প্রাণহানি
  • তৃতীয় পক্ষ ছাড়াই বৃহস্পতিবার ইউক্রেন-রাশিয়া বৈঠক
  • অপারেশন সিঁদুর: রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি
  • যুদ্ধবিরতির অনুরোধ করেছে ভারত, দাবি পাকিস্তানের
  • আফগানিস্তানে নিষিদ্ধ হলো দাবা
  • যুদ্ধবিরতির মধ্যেই ভারতীয় সেনাপ্রধানের নতুন নির্দেশনা
  • Copy link
    URL has been copied successfully!