অ্যাপলের জিনিস আর ভারতে বানাবেন না: ট্রাম্প

ভারতে আর অ্যাপলের জিনিস উৎপাদন না-করার জন্য অ্যাপল প্রধান টিম কুককে প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহায় নিজেই এ কথা জানিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট জানান তিনি অ্যাপল কর্তাকে বলেছেন, আমি শুনছি আপনি ভারতে জিনিস উৎপাদন করছেন। আমি চাই না আপনি ভারতে জিনিস উৎপাদন করুন।
ট্রাম্প এ-ও জানান, ভারত নিজে নিজেরটা বুঝে নিতে পারবে এবং ভারত বেশ ভাল ভাবেই চলছে।
অ্যাপলের বিভিন্ন জিনিস যেমন, আইফোন, আইপ্যাড, ম্যাকবুক, ইয়ারপড ভারতে তৈরি হয়। এই জিনিসগুলি অ্যাপল ভারতে উৎপাদন করা বন্ধ করে দিলে ভিন দেশ থেকে সেগুলির আমদানি করতে হবে।
এমন পরিস্থিতিতে আইফোন-সহ অ্যাপ্লের অন্য জিনিসগুলির দাম ভারতীয় বাজারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য, বুধবারই কুকের সঙ্গে তার কথা হয়েছে। ট্রাম্পের কথায় তিনি অ্যাপল কর্তাকে বলেছেন, আপনি যদি ভারতের দেখভাল করতে চান, তা হলে সে দেশে জিনিস বানাতে পারেন। কারণ, বিশ্বের সবচেয়ে চড়া হারে শুল্ক নেওয়া দেশগুলির মধ্যে একটি ভারত। তাই ভারতে জিনিসপত্র বিক্রি করা খুব কঠিন।
ভারতে অ্যাপলের জিনিস তৈরি বন্ধ করার কথা বলার সময়ে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির প্রসঙ্গও উঠে আসে ট্রাম্পের মুখে।
তার দাবি, ভারত থেকে শুল্কমুক্ত বাণিজ্যচুক্তির প্রস্তাব পেয়েছিল আমেরিকা! মার্কিন প্রেসিডেন্ট বলেন, ওরা (ভারত) আমাদের আক্ষরিক অর্থেই শুল্কমুক্ত বাণিজ্যচুক্তির প্রস্তাব দিয়েছিল।
আমি টিমকে বলেছি, আমরা আপনাদের সঙ্গে ভালই ব্যবহার করছি। বছরের পর বছর ধরে আপনারা চীনে যে উৎপাদনকেন্দ্র তৈরি করেছেন, তা আমরা সহ্য করেছি। কিন্তু আপনারা ভারতে যে কারখানা তৈরি করছেন, তাতে আমরা আগ্রহী নই। ভারত নিজেই নিজেদের খেয়াল রাখতে পারে।
যদিও ট্রাম্পের মন্তব্যের প্রেক্ষিতে ভারতের তরফে এখন পর্যন্ত সরকারি ভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভারত এবং আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে ইতিমধ্যে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে।
সম্পর্কিত সংবাদ

যুদ্ধ বন্ধে রাজি নেতানিয়াহু, দিলেন যেসব শর্ত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে রাজি আছেন বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।বিস্তারিত…

নয়াদিল্লিকে সংলাপের প্রস্তাব দিলেন শেহবাজ
কাশ্মির, নদীর পানি বণ্টনসহ বিভিন্ন ইস্যুতে ভারতকে বিস্তৃত সংলাপে আসার প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজবিস্তারিত…