এবি ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

এবার মেট গালায় রেড কার্পেটে হাঁটতে চলেছেন বলিউড কিং শাহরুখ খান। তিনি প্রথম ভারতীয় পুরুষ অভিনেতা, যিনি মেট গালার রেড কার্পেটে হাঁটবেন। ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখার্জির পোশাকে দেখা যাবে তাকে। শাহরুখকে এমন নতুন ঝলকে দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরা।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কালো রঙের পোশাকে মেট গালার মঞ্চে দেখা যাবে শাহরুখকে বলে মনে করা হচ্ছে। ডিজাইনার সব্যসাচী ইতোমধ্যেই জমিয়ে প্রচার শুরু করেছেন। তবে তার ফাইনাল লুক কেবল রেড কার্পেটেই দেখা যাবে।

চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত, থিয়েটার, ব্যবসা, খেলাধুলা থেকে রাজনীতি জনপ্রিয় বেশ কিছু মুখকে প্রতি বছর দেখা গিয়েছে এই অনুষ্ঠানে অংশ নিতে। শুধু আমন্ত্রিত অতিথিরাই অংশ নিতে পারেন মেট গালায়।

২০২৩ সাল পর্যন্ত এই অনুষ্ঠানে অংশগ্রহণের টিকিটের মূল্য ছিল পঞ্চাশ হাজার মার্কিন ডলার। যা বর্তমানে বেড়ে হয়েছে ৭৫ হাজার মার্কিন ডলার। ১৯৪৮ সালে নিউ ইয়র্কের ফ্যাশন প্রচারক এলিনর ল্যাম্বার্ট নবনির্মিত কস্টিউম ইনস্টিটিউটের জন্য তহবিল সংগ্রহের জন্য মেট গালা শুরু করেছিলেন।

বর্তমানে মেট গালাকে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং আকর্ষণীয় ফ্যাশন ইভেন্ট হিসেবে বিবেচনা করা হয়। প্রতি বছর মে মাসের শুরুতে অনুষ্ঠিত হয় এই মেট গালা। ধীরে ধীরে বিস্তৃতি ঘটে এই অনুষ্ঠানের।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon


(পরবর্তী সংবাদ) »



সম্পর্কিত সংবাদ

  • এক বছরে এজেন্ট ব্যাংকিংয়ের হিসাব বেড়েছে ২৫ লাখ
  • কমলো জ্বালানি তেলের দাম
  • ২৬ দিনে এলো ২২৭ কোটি ডলারের প্রবাসী আয়
  • আইএমএফ ও এডিবির চেয়ে কম প্রবৃদ্ধির পূর্বাভাস দিলো বিশ্বব্যাংক
  • একদিনের ব্যবধানে কমলো সোনার দাম
  • আর্থিক প্রতিষ্ঠানে নির্দিষ্ট মাত্রায় এসি চালানোর নির্দেশনা
  • ১৯ দিনে এলো ২১ হাজার কোটি টাকার প্রবাসী আয়
  • Copy link
    URL has been copied successfully!