এক ফোনে দুইটি হোয়াটসঅ্যাপ চালানোর উপায়

যত দিন যাচ্ছে, ইন্টারনেট ব্যবহারকারীদের চাহিদাও তত বাড়ছে। প্রথম যখন হোয়াটসঅ্যাপ চালু হলো, তখন সবার ফোনে থাকত একটাই অ্যাকাউন্ট। অনেকে কলিংয়ের জন্য একটা নম্বর আর হোয়াটসঅ্যাপ ব্যবহারের জন্য আরেকটা নম্বর রাখতেন- এখনও রাখেন! এর পরের ধাপেই প্রয়োজন দেখা দিল একই ব্যক্তির দুই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের।
তা, এটাকে খুব একটা অযৌক্তিক কিছু কিন্তু বলা যাবে না। আসলে, এর মূলে রয়েছে মেটা মালিকানাধীন এই অ্যাপের বহুমুখি উপযোগিতা। হোয়াটসঅ্যাপ যেভাবে প্রতিনিয়ত নিজেকে আপডেট করে চলে, তেমনটা আর কোনও মেসেজিং প্ল্যাটফর্মে দেখা যায় না। ফলে, সবারই দরকার হয় হোয়াটসঅ্যাপ।
প্রায় সব অফিসেই এখন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে। অতএব, কেউ চাইলে ব্যক্তিগত ব্যবহারের জন্য একটা আর অফিসের কাজের জন্য একটা আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতেই পারেন। যাদের বিজনেস অ্যাকাউন্ট আছে, তাদের তো দুইটি হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টের দরকার আরও বেশি করে পড়বে।
এতদিন দুইটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাতে আলাদা আলাদা দুইটি ফোন ব্যবহার করতে হতো। কিংবা থার্ড পার্টি অ্যাপের সাহায্য নিতে হতো।
এখন সেই দিন ফুরিয়েছে। চাইলে একটি ফোনেই দুইটি হোয়াটসঅ্যাপ চালানো সম্ভব।
কীভাবে এক ফোনে দুইটি হোয়াটসঅ্যাপ চালাবেন?
১. ফোনে হোয়াটসঅ্যাপ খুলতে হবে।
২. উপরে ডান কোণে তিন ডটে ট্যাপ করতে হবে।
৩. Settings-এ গিয়ে অ্যাকাউন্ট অপশন বেছে নিতে হবে।
৪. অ্যাড অ্যাকাউন্টে ট্যাপ করতে হবে।
৫. শর্তাবলী অ্যাগ্রি করে কন্টিনিউ ট্যাপ করতে হবে।
৬. এবার আরেকটা নম্বর দিয়ে দ্বিতীয় অ্যাকাউন্ট সেট করতে হবে।
দ্বিতীয় অ্যাকাউন্ট অ্যাড তো হয়ে গেল, এবার দুটো অ্যাকাউন্টের মধ্যে কীভাবে স্যুইচ করতে হয়, সেটাও দেখে নেওয়া যাক।
১. ফোনে হোয়াটসঅ্যাপ খুলতে হবে।
২. উপরে ডান কোণে তিন ডটে ট্যাপ করতে হবে।
৩. সুইচ অ্যাকাউন্টসে ট্যাপ করতে হবে।
৪. যে অ্যাকাউন্টে লগইন করা দরকার সেটা বেছে নিলেই হল।
এভাবে একই ফোনে দুই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সক্রিয় রাখা যায়। হোয়াটসঅ্যাপ এখন এই ইনবিল্ড ফিচারের সুবিধা ইউজারদের দিচ্ছে। দুইটি অ্যাকাউন্টই একসঙ্গে এতে চালু থাকে, দুইটি অ্যাকাউন্টেরই নোটিফিকেশন সময়ে সময়ে ইউজার পেতে থাকেন। এর পর দরকার মতো দুই অ্যাকাউন্টের মধ্যে স্যুইচ করলেই হল।
সম্পর্কিত সংবাদ

দেশে লাইসেন্স পেল স্টারলিংক
মার্কিন এনজিএসও সেবাদাতা স্টারলিংকের লাইসেন্স অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এটি বাংলাদেশের ইন্টারনেটেবিস্তারিত…

জিমেইলে হ্যাকারদের হানা, অপরিচিত ই-মেইলের লিংকে ভুলেও ক্লিক করবেন না
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ই-মেইল পরিষেবা জিমেইল। যা গুগলের উদ্ভাবন। এই ফ্রি ই-মেইল ব্যবহারকারীদের সতর্ক করলবিস্তারিত…