তুরস্কে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্কের ইস্তাম্বুল। এর মাত্রা ৬.২ ছিল বলে জানিয়েছে তুরস্কের দুর্যোগ ও জরুরি কর্তৃপক্ষ (এএফএডি)। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
বুধবার (২৩ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
এএফএডির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৩ এপ্রিল) ইস্তাম্বুলের সিলভ্রি এলাকার উপকূলে মারমারা সাগরে ১২টা ৪৯ মিনিটে (জিএমটি ৯.৪৯) এই ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিকভাবে এর মাত্রা ছিল ৬.২।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, ভূমিকম্পটি ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরে ছিল।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি, তবে বসফরাস প্রণালীর ইউরোপীয় এবং এশীয় উপকূলে অবস্থিত এই শহরে কাঠামোগত ধস নামলে লোকজন ভবনগুলি খালি করে ফেলে। সম্প্রচারক টিজিআরটি জানিয়েছে যে তুরস্কে সরকারি ছুটির দিনে সংঘটিত ভূমিকম্পের সময় বারান্দা থেকে লাফিয়ে পড়ার ফলে একজন আহত হয়েছেন।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে বলেছেন, জরুরি কাজে নিয়োজিতরা ঘটনাস্থল ‘মূল্যায়ন’ শুরু করেছে এবং ক্ষতিগ্রস্তদের শুভেচ্ছা জানিয়েছে।
এই অঞ্চলের মানুষকে ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশে সতর্ক করেছে এএফএডি।
সম্পর্কিত সংবাদ

ভারত সীমান্তে অবস্থান শক্ত করছে পাকিস্তানি সেনারা
ভারতের সঙ্গে উত্তেজনার জেরে সীমান্তে নিজেদের অবস্থান শক্তিশালী করছে পাকিস্তানের সেনারা। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পেহেলগামেবিস্তারিত…

এবার ইউরোপের দেশেও কোকাকোলা বর্জনের ডাক
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকাকোলাবিস্তারিত…