৪৪-৪৭তম বিসিএসের ফলাফল ও পরীক্ষার তারিখ প্রকাশ

শিক্ষার্থীদের বিভ্রান্তি দূর করতে (৪৪-৪৭তম) বিসিএসের নিয়োগ প্রক্রিয়ার ফলাফল, পরীক্ষার তারিখ ও নির্দিষ্ট পরিকল্পনা প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (১৩ এপ্রিল) পিএসসির এক বিজ্ঞপ্তিতে এ পরিকল্পনার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে লক্ষ করা যাচ্ছে যে কতিপয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় চলমান বিভিন্ন বিসিএস পরীক্ষা সম্পর্কে ভিত্তিহীন ও খণ্ডিত তথ্য সরবরাহ করছে; যা বিসিএস পরীক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে এবং পরীক্ষার্থীদের প্রস্তুতিতে বিঘ্ন ঘটাচ্ছে। এমতাবস্থায় পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সব মহলের মধ্যে থাকা এসব বিভ্রান্তি দূর করার লক্ষ্যে নিম্নলিখিত তথ্য উপস্থাপন করছে।

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষার আবশ্যিক বিষয়গুলো আগামী ৮ থেকে ১৯ মের মধ্যে ও পদসংশ্লিষ্ট বিষয়গুলো সম্ভাব্য জুনের শেষ সপ্তাহে শুরু হয়ে ৭ জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে।

২২ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের মৌখিক পরীক্ষা স্থগিত থাকবে এবং স্থগিত মৌখিক পরীক্ষাগুলো ১৬ জুনের পর দ্রুততম সময়ে সম্পন্ন করা হবে। স্থগিত মৌখিক পরীক্ষাগুলোর পরিবর্তিত শিডিউল শিগগির জানিয়ে দেওয়া হবে।

৪৪তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল জুনের মধ্যে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। ৪৫তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল জুনের মধ্যে প্রকাশ করা হবে। এছাড়া ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ২৭ জুনের পরিবর্তে আগামী ৮ আগস্ট আয়োজন করা হবে।

এছাড়া বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে কমিশনের ওয়েবসাইট একমাত্র নির্ভরযোগ্য তথ্যসূত্র হিসেবে বিবেচনা করার জন্য পরীক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ২৪ মে
  • ঢাবি ক্যাম্পাসজুড়ে উড়ছে ফিলিস্তিনের পতাকা
  • এসএসসির ফল প্রকাশ কতদিনে, জানালেন শিক্ষা উপদেষ্টা
  • ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ জানালো পিএসসি
  • ঢাবি থেকে ছাত্রলীগের সাদ্দাম ও ইনান বহিষ্কার
  • জুলাই আন্দোলনে হামলায় জড়িত ঢাবির ১২৮ শিক্ষার্থী বহিষ্কার
  • Copy link
    URL has been copied successfully!