ঢাবি ক্যাম্পাসজুড়ে উড়ছে ফিলিস্তিনের পতাকা

ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের বর্বরোচিত গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসজুড়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার (১১ এপ্রিল) কেন্দ্রীয় শিবিরের ঘোষিত সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করে ঢাবি শিবির।
ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, মাস্টারদা সূর্য সেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীমউদ্দীন হল, হাজী মুহম্মদ মুহসীন হল, বিজয় একাত্তর হল, অমর একুশে হলসহ বিশ্ববিদ্যালয়ের ছেলেদের ১৩টি হলেই ফিলিস্তিনের পতাকা উত্তোলন করা হয়েছে। হলগুলো ছাড়াও বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ বিভিন্ন অনুষদ ও গুরুত্বপূর্ণ ভবনে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছে শিবির।
এর আগে বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়।
এ সময় শিবিরের ঢাবি শাখা সভাপতি এসএম ফরহাদ বলেন, গাজায় নির্বিচারে বোমা হামলা ও গণহত্যা মানবতার বিরুদ্ধে জঘন্যতম অপরাধ। এ বর্বরতার বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে তোলার লক্ষ্যে ঘোষিত কর্মসূচিগুলোতে ছাত্রসমাজসহ সব শ্রেণি-পেশার মানুষের সক্রিয় অংশগ্রহণ কামনা করছি। ফিলিস্তিনের পাশে বাংলাদেশের ছাত্র-জনতা আছে এবং ভবিষ্যতেও থাকবে। এ সময় তিনি সবাইকে যার যার জায়গা থেকে গাজার পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সেক্রেটারি মহিউদ্দিন খান বলেন, গাজায় এমন কোনো বর্বরতা নেই যা সন্ত্রাসী ইসরায়েল চালাচ্ছে না। অথচ তাদের পক্ষেই সাফাই গাচ্ছে মানবাধিকারের বুলি আওড়ানো পশ্চিমা মিডিয়া। আমরা এই ধরনের দ্বিচারিতাকে ধিক্কার জানাই। গাজার অসহায় নারী ও শিশুদের পাশে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে পাশে থাকব ইনশাআল্লাহ।
সম্পর্কিত সংবাদ

অক্টোবর থেকে এমপিও শিক্ষকদের বদলি শুরু
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আগামী অক্টোবর থেকে শুরু হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরেরবিস্তারিত…

গুচ্ছের ‘সি’ ইউনিটে পাসের হার ৬৩.৩৫ শতাংশ
২০২৪-২৫ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশবিস্তারিত…