মিয়ানমারে ৩০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে নারীকে জীবিত উদ্ধার

মিয়ানমারে ভূমিকম্প আঘাত হানার ৩০ ঘণ্টা পর এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার শক্তিশালী জোড়া ভূমিকম্পের পর দেশটির দ্বিতীয় বৃহৎ শহর মান্দালয়ে একট অ্যাপার্টমেন্ট ব্লক ধসে পড়ে। সেখানে অন্তত ৯০ জন আটকে আছেন। তাদের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, অ্যাপার্টমেন্ট ব্লকটি ধসে পড়ার পর পরই সেখানে উদ্ধার অভিযান শুরু হয়। এর ৩০ ঘণ্টা পর এক নারীকে জীবিত অবস্থায় বের করে নিয়ে আসতে সমর্থ হন উদ্ধারকারীরা।

ধ্বংসস্তূপ থেকে বের করার পরপরই এ নারীকে স্ট্রেচারে তোলা হয়। ওই সময় তাকে জড়িয়ে ধরেন তার স্বামী। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে এএফপি।

অলৌকিকভাবে বেঁচে যাওয়া এ নারীর স্বামী বলেছেন, “শুরুতে আমি ভাবিনি সে বেঁচে থাকবে। আমি খুব খুশি ভালো সংবাদ শুনতে পেয়ে।”

এদিকে ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত মিয়ানমারে ১ হাজার ৬০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন হাজার হাজার মানুষ। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মিয়ানমারে ভূমিকম্পে ১০ হাজার থেকে এক লাখ মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে।

ভয়াবহ এ ভূমিকম্পে থাইল্যান্ডে নির্মাণাধীন একটি বহুতল ভবন ধসে পড়ে। দেশটিতে এখন পর্যন্ত ১১ জন নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। সূত্র: বিবিসি

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ইসরায়েলে ফের দাবানল, নিয়ন্ত্রণের চেষ্টা
  • ভারত সীমান্তে অবস্থান শক্ত করছে পাকিস্তানি সেনারা
  • এবার ইউরোপের দেশেও কোকাকোলা বর্জনের ডাক
  • গ্রিনকার্ডধারীদের জন্য নতুন সতর্কতা যুক্তরাষ্ট্রের
  • পাকিস্তানের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা
  • ইউক্রেনে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের
  • ইরানে বন্দরে বিস্ফোরণে নিহত বেড়ে ৪০
  • থাইল্যান্ডে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৬
  • Copy link
    URL has been copied successfully!