ফেসবুক গ্রুপে নাম গোপন রেখেই পরিচিত হওয়া যাবে

ফেসবুক গ্রুপের অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও নিরাপদ করতে নতুন করে যুক্ত হলো ‘নিকনেম’ ফিচার। এই সুবিধায় ব্যবহারকারীরা নিজেদের বাস্তব নামের পরিবর্তে গ্রুপের ভেতরে আলাদা একটি নাম ব্যবহার করে পোস্ট, মন্তব্য ও প্রতিক্রিয়া জানাতে পারবেন। ফলে নিজের পরিচয় পুরোপুরি গোপন না রেখেও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখা যাবে।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানায়, এত দিন গ্রুপে ‘অ্যানোনিমাস পোস্টিং’-এর সুবিধা থাকলেও তাতে ব্যবহারকারীদের পরিচিতি তৈরি হয় না। অন্য সদস্যরা বুঝতে পারেন না, কে কী ধরনের পোস্ট বা মন্তব্য করছেন। নতুন নিকনেম ফিচার সেই সীমাবদ্ধতা দূর করবে। ব্যবহারকারীরা নিজেদের জন্য একটি সহজে চেনার মতো নাম বেছে নিতে পারবেন। যাতে গোপনীয়তাও থাকে, আবার পরিচিতিও তৈরি হয়।

এটি ফেসবুকের দীর্ঘদিনের ‘রিয়েল নেম’ নীতির থেকে ভিন্ন। শুরুতে ফেসবুক কেবল বাস্তব জীবনের সম্পর্ককে কেন্দ্র করে তৈরি হওয়ায় আসল নাম ব্যবহার বাধ্যতামূলক ছিল। পরে গ্রুপ ফিচার বড় হলে এতে বিভিন্ন অচেনা মানুষও যুক্ত হতে থাকেন। এতে গোপনীয়তার চাহিদা বাড়ে।

কোনো গ্রুপে নিকনেম সেট করলে সে গ্রুপে পোস্ট, মন্তব্য, প্রতিক্রিয়া— সবই সেই নিকনেমে দেখাবে। গ্রুপের অন্যান্য সদস্যরা ব্যবহারকারীর মূল প্রোফাইল বা প্রোফাইল ছবি দেখতে পাবেন না। তবে গ্রুপ অ্যাডমিন, মডারেটর এবং ফেসবুকের সিস্টেম ব্যবহারকারীর আসল পরিচয় দেখতে পারবে।

তবে একটি সীমাবদ্ধতা রয়ে গেছে। গ্রুপের সদস্যরা গত সাত দিনের মন্তব্য, প্রতিক্রিয়া ও পোস্টের ইতিহাস সেই নিকনেমের মাধ্যমে দেখতে পারবেন। ব্যবহারকারী চাইলে নিকনেম পরিবর্তনও করতে পারবেন। তবে প্রতি দুই দিনে একবার। পরিবর্তন করলে আগের সব পোস্ট ও মন্তব্যেও স্বয়ংক্রিয়ভাবে নতুন নিকনেম বসে যাবে।

ফেসবুক ব্যবহারকারীদের জন্য নিকনেম প্রস্তাব করবে। তবে চাইলে ব্যবহারকারী নিজের মতো নাম ঠিক করতে পারবেন। নামটি অবশ্যই ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে চলতে হবে এবং গ্রুপে কেউ আগে ব্যবহার না করে থাকতে হবে। নিকনেমের জন্য আলাদা প্রোফাইল ছবি বা রঙিন ব্যাকগ্রাউন্ডও বেছে নেওয়ার সুযোগ থাকবে।

এই ফিচার ব্যবহার করতে চাইলে নতুন পোস্ট তৈরির সময় ‘Post anonymously’-এর পাশে থাকা ‘Use nickname’ অপশনটি নির্বাচন করতে হবে। যে কোনো সময় ব্যবহারকারী আবার নিজের আসল নামে ফিরে যেতে পারবেন।

নিকনেম ব্যবহারকারীরা লাইভ ভিডিও, প্রাইভেট মেসেজিং বা কনটেন্ট শেয়ারিংয়ের মতো কিছু ফিচার ব্যবহার করতে পারবেন না। তবে অন্য সদস্যদের নিকনেম ব্লক করার সুযোগ থাকবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ফোনের IMEI নম্বর চেক করার উপায়
  • ট্রান্সপারেন্ট ডিজাইনে আসছে আইফোন ১৮ প্রো
  • গুগল ক্রোমে এআই মোড এখন আরও সহজ
  • ৮ জিবি র‌্যামের ফোন দাম মাত্র ৫৫০০
  • এখন স্মার্টওয়াচেই চলবে হোয়াটসঅ্যাপ
  • আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ দল
  • ২৪ ঘণ্টা পর অদৃশ্য হবে পোস্ট : থ্রেডসে নতুন ফিচার
  • Copy link
    URL has been copied successfully!