ব্রাহ্মণবাড়িয়ায় ২৭৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ৫
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ২৭৩ কেজি গাঁজাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) সকালে জেলার আশুগঞ্জ ও কসবায় পৃথক অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার মো. ফরিদ মিয়া (২৪) চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার একাতরী (মিজি বাড়ি) এলাকার শহিদুল্লাহর ছেলে, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আতকাপাড়া গ্রামের লিয়াকত আলীর ছেলে গোলাম কিবরিয়া (২৫), একই উপজেলার কালতা পূর্বপাড়া গ্রামের জসিম মিয়ার ছেলে মো. শাকিল (২৩), কুমিল্লা জেলার কোতোয়ালি উপজেলার রসূলপুর গ্রামের মো. মানিক মিয়ার ছেলে মো. মাসুম মিয়া (৩৬) ও একই উপজেলার লিলু মিয়ার ছেলে মো. জামাল হোসেন (৪৬)।
বুধবার বিকেলে গণমাধ্যম কর্মীদের কাছে জেলা পুলিশ মিডিয়া উইংস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার ভোরে জেলার কসবা উপজেলার কুটি ইউপির কালামুড়িয়া এলাকায় পরিচালনাকালে মাইক্রোবাসসহ ফরিদ মিয়াকে গ্রেফতার করা হয়। পরে মাইক্রোবাস তল্লাশি করে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সকাল সাড়ে ৫টার দিকে আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাকসহ কিবরিয়া ও শাকিলকে গ্রেফতার করা হয়। পরে ট্রাক তল্লাশি করে ১০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সকাল সোয়া ৭টার দিকে পৃথক আরেক অভিযানে উপজেলার চরচারতলা এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাকসহ মাসুম ও জামালকে গ্রেফতার করা হয়। পরে ট্রাক তল্লাশি করে ৪৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে কসবা ও আশুগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের একই পরিবারের তিনজনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায়বিস্তারিত…
খুলনায় নদী থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার
খুলনা মহানগরীর ৬ নম্বর ঘাট এলাকার রূপসা নদী থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করাবিস্তারিত…
