আ’লীগ ঠেকাতে মাঠে থাকবে জামায়াত, চরমোনাইসহ ৮ দল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগে ডাকা লকডাউন কর্মসূচিকে ফ্যাসিবাদীদের নাশকতা আখ্যা দিয়ে আগামীকাল বৃহস্পতিবার রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী, চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনসহ আট দল। দলগুলো আজ বুধবার আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করেছে।
জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় ভারতের পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে বৃহস্পতিবার রায়ের দিন জানাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সরকার বলছে, নিরাপত্তা শঙ্কা নেই। তবে মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক থেকে সতর্ক থাকতে বলা হয়। বিএনপি, জামায়াত, এনসিপিকে মাঠে থাকতে অনুরোধ করা হয়। কাউকে সন্দেহ হলে, আইন হাতে তুলে না নিয়ে পুলিশকে জানাতে বলা হয়েছে।
ইসলামী আন্দোলনের আমির তথা চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বুধবার বিবৃতিতে বলেছেন, পতিত ফ্যাসিবাদের হিংস্র রূপ আবারও দেখা দিয়েছে। অগ্নিসন্ত্রাস, চোরাগোপ্তা হামলা, ককটেল হামলা করাসহ নানাভাবে ভয়ংকর দানবতুল্য সেই অপশক্তি আবার মাথাচাড়া দিয়েছে। এই শক্তিকে প্রতিহত করতেই হবে। সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে এদের মোকাবিলা করতে হবে।
ইসলামী আন্দোলনের বিবৃতিতে বলেছেন, পতিত ফ্যাসিস্ট তাদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেনি। তাদের কর্মকাণ্ডে মনে হচ্ছে তারা দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বিদেশে বসে দেশে সন্ত্রাস উস্কে দিচ্ছে। সকল রাজনৈতিক দলের সমন্বয়ে এলাকাভিত্তিক সতর্কতা অবলম্বন করতে হবে।
বুধবার রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে আট দলের বৈঠকের পর সংবাদ সংবাদ সম্মেলনে লকডাউন কর্মসূচিকে নাশকতা চক্রান্ত আখ্যা দিয়ে তা ঠেকাতে বৃহস্পতিবার মাঠে থাকার ঘোষণা দেয়। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়ার গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে আট দলের সর্বস্তরের জনশক্তি বৃহস্পতিবার দেশব্যাপী রাজপথে অবস্থান করবেন।
এদিকে ইসলামী ছাত্রশিবির মঙ্গলবারই জানিয়েছিল ১৩ নভেম্বর তারা রাজপথে থাকবে। গতকাল সংগঠন সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার সকাল সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে ঢাকা কলেজ পর্যন্ত কেন্দ্রীয়ভাবে বিক্ষোভ মিছিল করবে। এছাড়া রাজধানীর বিভিন্ন পয়েন্টে একই কর্মসূচি পালন করা হবে।
সম্পর্কিত সংবাদ
গণভোট আলাদাভাবে করলে অর্থের অপচয় হবে: তারেক রহমান
জাতীয় নির্বাচন ও গণভোট আলাদাভাবে করলে রাষ্ট্রের বিপুল অর্থ অপচয় হবে বলে মন্তব্য করেছেন বিএনপিরবিস্তারিত…
বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার দুপুরেবিস্তারিত…
