৮ জিবি র্যামের ফোন দাম মাত্র ৫৫০০
			কম বাজেটে ভালো পারফরম্যান্সের স্মার্টফোন খুঁজছেন এমন ব্যবহারকারীদের জন্য ভারতীয় মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান Lava নিয়ে এসেছে নতুন চমক। সম্প্রতি বাজারে এসেছে কোম্পানির নতুন মডেল Lava Bold N1, যা মাত্র ৫৫০০ রুপিরও কম মূল্যে পাওয়া যাচ্ছে ব্যাংক অফার ও ক্যাশব্যাক সুবিধাসহ।
এই দামের মধ্যে ৮ জিবি র্যাম, বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি ও আধুনিক নিরাপত্তা ফিচার—সব মিলিয়ে ফোনটি ইতোমধ্যেই ব্যবহারকারীদের নজর কাড়ছে।
অফার ও দাম
Lava Bold N1-এর আসল দাম ৫,৯৯৯ রুপি। তবে বিভিন্ন ব্যাংক অফার ও ২৯৯ রুপির ক্যাশব্যাক সুবিধা মিলিয়ে ফোনটি প্রায় ৫৫০০ রুপি বা তারও কম দামে কেনা সম্ভব। এছাড়া পুরনো ফোন এক্সচেঞ্জ করলেও অতিরিক্ত ছাড় পাওয়া যাবে, যা নির্ভর করবে ব্যবহৃত ফোনের অবস্থা ও ব্র্যান্ডের উপর।
পারফরম্যান্স ও স্টোরেজ
ফোনটিতে রয়েছে ৪ জিবি রিয়েল র্যাম এবং ৪ জিবি ভার্চুয়াল র্যাম, অর্থাৎ মোট ৮ জিবি পর্যন্ত মেমোরি ব্যবহার করা যাবে। এই দামের রেঞ্জে এটি সত্যিই বিরল। এছাড়া রয়েছে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, যেখানে ছবি, গান, ভিডিও ও অ্যাপস সহজেই সংরক্ষণ করা যাবে।
ডিভাইসটি অক্টা-কোর UNISOC প্রসেসর চালিত, যা দৈনন্দিন কাজে দ্রুত ও স্থিতিশীল পারফরম্যান্স দেয়।
ডিসপ্লে ও ডিজাইন
Lava Bold N1-এ ব্যবহৃত হয়েছে ৬.৭৫ ইঞ্চির HD+ বড় ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্জ। ফলে ভিডিও দেখা, গেম খেলা কিংবা সোশ্যাল মিডিয়া ব্যবহারে পাওয়া যাবে আরও মসৃণ অভিজ্ঞতা।
ডিজাইনের দিক থেকেও ফোনটি আকর্ষণীয়। দুটি কালার অপশনে (গ্রেডিয়েন্ট ব্ল্যাক ও স্পার্কলিং আইভরি) বাজারে এসেছে এটি। IP54 রেটেড হওয়ায় ফোনটি ধুলা ও হালকা পানির ছিটে থেকেও সুরক্ষিত থাকবে।
ক্যামেরা ও ব্যাটারি
ছবি তোলার জন্য ফোনটির পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের এআই ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ ও এলইডি ফ্ল্যাশ। সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা ভিডিও কল ও সোশ্যাল মিডিয়ায় ব্যবহারের জন্য যথেষ্ট ভালো মানের।
ব্যাটারির দিক থেকে ফোনটি এসেছে ৫০০০mAh ক্ষমতার ব্যাটারিসহ, যা ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। দীর্ঘ সময় ব্যবহারের পরও চার্জ নিয়ে চিন্তা করতে হবে না।
অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 14 Go Edition, যা হালকা এবং দ্রুত পারফরম্যান্সের জন্য অপ্টিমাইজড।
নিরাপত্তা ফিচার
ফোনটিতে দেওয়া হয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার। ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় এটি নিশ্চিত করছে অতিরিক্ত নিরাপত্তা।
সব মিলিয়ে Lava Bold N1 কম দামের মধ্যে ৮ জিবি র্যাম, বড় স্ক্রিন, ভালো ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি ও আধুনিক ডিজাইনসহ একটি সম্পূর্ণ প্যাকেজ। বাজেট ব্যবহারকারীদের জন্য এটি নিঃসন্দেহে একটি ভ্যালু ফর মানি স্মার্টফোন।
সম্পর্কিত সংবাদ
	এখন স্মার্টওয়াচেই চলবে হোয়াটসঅ্যাপ
অ্যাপল ওয়াচ ব্যবহারকারীদের জন্য বড় সুখবর! জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ অবশেষে নিয়ে এলো এমন একটিবিস্তারিত…
	আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে অংশ নিতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ দল
আগামী ১৭ থেকে ২১ ডিসেম্বর অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠেয় ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও) এবিস্তারিত…
