এখন স্মার্টওয়াচেই চলবে হোয়াটসঅ্যাপ

অ্যাপল ওয়াচ ব্যবহারকারীদের জন্য বড় সুখবর! জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ অবশেষে নিয়ে এলো এমন একটি ফিচার, যার মাধ্যমে এখন সরাসরি স্মার্টওয়াচ থেকেই চ্যাট করা, রিপ্লাই দেওয়া কিংবা ভয়েস মেসেজ পাঠানো সম্ভব হবে। সংস্থাটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে, অ্যাপল ওয়াচের জন্য একটি বিশেষ হোয়াটসঅ্যাপ অ্যাপ চালু করা হয়েছে, যা আপাতত হোয়াটসঅ্যাপ বিটা ফর আইওএস (Beta for iOS) সংস্করণে পাওয়া যাচ্ছে।

চ্যাটিংয়ে নতুন অভিজ্ঞতা দেবে অ্যাপল ওয়াচের জন্য হোয়াটসঅ্যাপ অ্যাপ
আগে পর্যন্ত অ্যাপল ওয়াচে হোয়াটসঅ্যাপ ব্যবহারের সুযোগ সীমিত ছিল শুধুমাত্র নোটিফিকেশন দেখা বা ছোট রিপ্লাই পাঠানোর মধ্যে। কিন্তু নতুন অ্যাপ চালু হওয়ার পর ব্যবহারকারীরা এখন সম্পূর্ণ চ্যাটিং অভিজ্ঞতা পাবেন হাতের ঘড়িতেই।

এখন থেকে ঘড়ির ছোট পর্দা থেকেই চ্যাট লিস্ট খুলে বার্তা পড়া, ইমোজি পাঠানো, ভয়েস মেসেজ রেকর্ড করা ও কুইক রিপ্লাই দেওয়ার সুযোগ থাকছে। হোয়াটসঅ্যাপের ইতিহাসে এটাই প্রথমবার, যখন অ্যাপটি কোনো ওয়্যারেবল ডিভাইসে এত উন্নত ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা দিচ্ছে।

আইফোন সংযোগ ছাড়া এখনও সম্পূর্ণ ব্যবহার সম্ভব নয়

নতুন এই হোয়াটসঅ্যাপ সংস্করণটি এখনো সম্পূর্ণ স্বতন্ত্র (স্ট্যান্ডঅ্যালোন) নয়। অর্থাৎ, অ্যাপল ওয়াচে এটি ব্যবহার করতে হলে iPhone-এর সঙ্গে সংযুক্ত থাকতে হবে।

অ্যাপটি মূলত একটি সহযোগী অ্যাপ (Companion App) হিসেবে কাজ করে, যেখানে বার্তা পাঠানো বা গ্রহণের জন্য আইফোনের ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয়। ফলে, আপাতত শুধুমাত্র আইফোন সংযুক্ত থাকলেই ব্যবহারকারীরা পুরো হোয়াটসঅ্যাপ অভিজ্ঞতা পাবেন।

সহজ সেটআপ ও স্মার্ট নোটিফিকেশন ব্যবস্থাপনা

অ্যাপল ওয়াচে হোয়াটসঅ্যাপ সেটআপ করা খুব সহজ। কোনো কিউআর কোড স্ক্যানের দরকার নেই—যদি আপনার ঘড়িটি আগে থেকেই আইফোনের সঙ্গে জোড়া লাগানো (পেয়ার) থাকে, তাহলে হোয়াটসঅ্যাপ স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত হয়ে যাবে।

এছাড়া ওয়াচের পর্দায় একটি কানেকশন ইন্ডিকেটর দেখা যাবে, যা সংযোগের অবস্থা দেখাবে।

এই নতুন অ্যাপে নোটিফিকেশন হ্যান্ডলিংয়েও এসেছে বড় পরিবর্তন—এখন নোটিফিকেশন থেকেই ছবি, ভিডিও দেখা ও সরাসরি রিপ্লাই দেওয়ার সুযোগ থাকছে। ফলে প্রতিবার ফোন হাতে নেওয়ার প্রয়োজন পড়বে না।

বিটা পর্যায় শেষে সবার জন্য উন্মুক্ত হবে শিগগিরই

বর্তমানে ফিচারটি এখনও বিটা সংস্করণে রয়েছে। নির্বাচিত কিছু ব্যবহারকারী এখন এটি ব্যবহার করছেন। হোয়াটসঅ্যাপ জানিয়েছে, পরীক্ষামূলক পর্যায় সফলভাবে শেষ হলে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সাধারণ ব্যবহারকারীদের জন্য এই ফিচার চালু করা হবে।

ওয়্যারেবল টেক দুনিয়ায় নতুন দিগন্ত

সব মিলিয়ে, অ্যাপল ওয়াচ ব্যবহারকারীদের জন্য এই আপডেটটি এক বিপ্লবাত্মক পরিবর্তন। এখন থেকে আর ফোন হাতে নেওয়ার দরকার হবে না—হাতের কব্জিতেই থাকবে হোয়াটসঅ্যাপের সম্পূর্ণ নিয়ন্ত্রণ।

বিশেষজ্ঞদের মতে, এই আপডেট ওয়্যারেবল প্রযুক্তির ভবিষ্যৎকে আরও এক ধাপ এগিয়ে নেবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন ...
fb-share-icon





সম্পর্কিত সংবাদ

  • ল্যাপটপে ওয়াইফাই কানেক্ট না হলে করণীয়
  • এআই সার্চ ও সোশ্যাল ভিডিওর কারণে উইকিপিডিয়ার ট্রাফিক কমছে
  • মেসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজ ফিরে পাওয়ার উপায়
  • হোয়াটসঅ্যাপে ফোন নম্বর লুকিয়ে রাখার উপায়
  • বিশ্বের সবচেয়ে ছোট ৫ ফোন
  • চ্যাটজিপিটি দিয়ে কীভাবে ছবি তৈরি করা যায়?
  • ইউটিউবে নতুন মাল্টি-ল্যাঙ্গুয়েজ অডিও ডাবিং ফিচার, বাড়বে আয়
  • Copy link
    URL has been copied successfully!